এইমাত্র
  • লোহাগাড়ায় ইটভাটায় অভিযান-জরিমানা
  • নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি
  • আজও হাত মেলায়নি ভারত-পাকিস্তান
  • মিরসরাইয়ে জুলাই যোদ্ধা তাহমিদ হত্যায় ছাত্রদল কর্মী গ্রেপ্তার
  • নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ
  • এবার হলিউডে নাম লেখালেন রোনালদো!
  • আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটারকে
  • মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা, হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক: চিকিৎসক
  • হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেয়ার পরিকল্পনা হচ্ছে: চিকিৎসক
  • মেসিকে ‘দখলে’ নিতে দুই মন্ত্রীর দ্বন্দ্বে স্টেডিয়ামে বিশৃঙ্খলা
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সংঘর্ষে উড়ে গেছে বাসের ছাদ, তবুও পাঁচ কিলোমিটার চালিয়ে গেলেন চালক

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১১:৫৫ এএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১১:৫৫ এএম

    সংঘর্ষে উড়ে গেছে বাসের ছাদ, তবুও পাঁচ কিলোমিটার চালিয়ে গেলেন চালক

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১১:৫৫ এএম

    ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুরে বরিশাল এক্সপ্রেসের যাত্রীবাহী বাস কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

    এতে বাসের ছাদ উড়ে গেলেও ছাদ বিহীন প্রায় পাঁচ কিলোমিটার পথ গাড়ি চালিয়েছেন চালক। পরে জনরোষে গাড়ি থামাতে বাধ্য হয় চালক। বাসটিতে ৬০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

    বাসের যাত্রী আহমেদ আলী জানান, সায়দাবাদ থেকে সাড়ে ৮টার দিকে ছেড়ে আসে বরিশালের উদ্দেশ্যে ঘন্টা খানেক পর ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে উঠলে প্রথমে একটি মাইক্রোবাসের সঙ্গে ধাক্কা লাগে। তখন তেমন কিছু হয়নি, তার ২ মিনিট পর কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষে হয়, তখন বাসের ছাদ উড়ে যায়। কযেকজন আহত হয়। তারপরও চালক গাড়ি না থামিয়ে সেই অবস্থায় গাড়ি চালিয়ে প্রায় ৫ কিলোমিটার যায়। পরে এলাকাবাসীর সহযোগিতার বাস থামাতে বাধ্য হয় চালক। গাড়ি থামিয়ে চালক পালিয়ে যায়। তারা গাড়িতে ৬০ জন যাত্রী ছিল তাদের আল্লাহর রহমতে বেঁচে গেছে।

    হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সায়দাবাদ থেকে ছেড়ে আসা বরিশালগামী যাত্রীবাহী বাস বরিশাল এক্সপ্রেস শ্রীনগরের সমষপুরে রাত সাড়ে ৯টার দিকে এসে প্রথমে একটি মাইক্রোবাসের সাথে ধাক্কা লাগে, পরে একটি কাভার্ডভ্যানের সাথে সংঘর্ষ হলে বাসের ছাদ উড়ে যায়। এসময় কয়েকজন যাত্রী আহত হয়। যাত্রীদের চিৎকারেও বাস থামায়নি চালক। ছাদবিহীন বাস চালিয়েপদ্মাসেতুতে না ওঠে অভ্যন্তরিন সড়কে ঢুকে যায় বাস। যাত্রীদের আর্ত চিৎকারে স্থানীয়রা লৌহজংয়ের কুমারভোগ এলাকার ছিদ্দিকীয়া মাদ্রাসার সামনে বাসটির পথ রোধ করে বাসটি আটক করে।

    স্থানীয়রা বাসকে আটক করলেও চালক পালিয়ে গেছেন বলে জানান পদ্মা সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন। ওসি আরও বলেন, শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গুরুতর আহত একজনকে চিকৎসা দিয়ে ঢাকা পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…