এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মেঘনায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ভাঙচুরের পর লুটপাটের আশঙ্কা

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১১:৩৪ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১১:৩৪ পিএম

    মেঘনায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০, ভাঙচুরের পর লুটপাটের আশঙ্কা

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ১১:৩৪ পিএম

    কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়নের হরিপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জাকির ও কাউছার গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয়রা লুটপাটের আশঙ্কা প্রকাশ করেছেন, যদিও এখনো নিশ্চিত কোনো লুটপাটের খবর পাওয়া যায়নি।

    শুক্রবার (১৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে রাজিব, রফিক, সুমন, পলাশ, খোস মিয়া, ডালিম, হালিম ও আনোয়ার হোসেনের নাম জানা গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, রমজান মাসে হরিপুর গ্রামের কাউছার সরকার ও জাকির হোসেন গ্রুপের সদস্যদের হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হন। অভিযোগ রয়েছে, হামলাকারীরা তাঁর হাত-পায়ের রগ কেটে দেয়। ওই ঘটনায় কাউছারের বাবা শাজাহান সরকার বাদী হয়ে মামলা করেন। এরপর গত বুধবার জাকির গ্রুপের লোকজন জামিনে মুক্তি পান। জামিনে মুক্তির দুই দিনের মাথায়, শুক্রবার দুপুরে জাকির গ্রুপ সংঘবদ্ধ হয়ে কাউছার গ্রুপের সদস্য আল-আমিনের বাড়িতে হামলা চালায়। এ সময় ভাঙচুরের ঘটনা ঘটে এবং উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন।

    হরিপুর গ্রামের বাসিন্দা মাহফুজুল ইসলাম বলেন, “কাউছার সরকার ও জাকির হোসেন দুজনই বড়কান্দা ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী বলে দাবি করে আসছেন। এ নিয়েই মূলত তাদের মধ্যে দ্বন্দ্ব। এর জের ধরেই সংঘর্ষ হয়।”

    মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মো. কাউছার বলেন, “সংঘর্ষের ঘটনায় ৫-৬ জন আহত ব্যক্তি চিকিৎসা নিতে এসেছেন। তাঁদের মধ্যে তিনজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।”

    এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, “পূর্ব বিরোধের জেরে জাকির ও কাউছার গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে লুটপাটের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…