এইমাত্র
  • হানিমুন বাদ দিয়ে টিকিট কেটেছিলেন মেসিকে দেখতে, বিশৃঙ্খলায় সব পণ্ড
  • লোহাগাড়ায় ইটভাটায় অভিযান-জরিমানা
  • নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি
  • আজও হাত মেলায়নি ভারত-পাকিস্তান
  • মিরসরাইয়ে জুলাই যোদ্ধা তাহমিদ হত্যায় ছাত্রদল কর্মী গ্রেপ্তার
  • নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ
  • এবার হলিউডে নাম লেখালেন রোনালদো!
  • আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটারকে
  • মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা, হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক: চিকিৎসক
  • হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেয়ার পরিকল্পনা হচ্ছে: চিকিৎসক
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    খাগড়াছড়িতে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১২:৪৩ এএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১২:৪৩ এএম

    খাগড়াছড়িতে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৮

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১২:৪৩ এএম

    খাগড়াছড়ির রামগড়ে তুচ্ছ ঘটনায় সালিশি বৈঠকে দুই পক্ষের সংঘর্ষে আবুল কালাম (৫০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৮ জন।

    বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকালে জমিতে গরু ঘাস খাওয়া নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। রাতে বিষয়টি নিয়ে সালিশি বৈঠকের মাধ্যমে সমাধানের চেষ্টা কালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, এতে প্রায় ৯ জন আহত হন।

    সবাইকে স্থানীয় রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় (আজ) শুক্রবার সকালে আবুল কালাম নামের একজন মারা যায়।

    স্থানীয়রা জানান, নিহত আবুল কালাম বৈঠকে সাক্ষী দিতে এসেছিলেন। তিনি তৈইচালার আসলাম মিয়ার সন্তান। জানাগেছে, তৈইচালার বাসিন্দা সাদ্দাম হোসনের গরু প্রতিবেশী মর্তুজা আলীর জমিতে ঘাস খেয়েছিল।

    এই ঘটনায় দুই পরিবারের সঙ্গে বাকবিতন্ডা হয়। পরে বিষয়টা নিয়ে সামাজিক বৈঠকের এক পর্যায়ে সংঘর্ষ বাঁধে। এতে গুরুতর আহত হন আবুল কালামসহ ৯ জন।

    এদিকে ঘটনায় আহত গরুর মালিক সাদ্দামের ভাই মোঃ শাহিন আলম অভিযোগ করে বলেন, তুচ্ছ ঘটনাটি সমাধান হয়েছিল কিন্তু সালিশ সমাপ্তের পরপরই পরিকল্পিত ভাবে রহিমুল্লাহর ইন্ধনে কয়েকজন দেশীয় অস্ত্র রামদা নিয়ে অতর্কিত হামলা চালিয়ে সালিশে সাক্ষী দিতে আসা আবুল কালামকে হত্যা করে।

    ঘটনার পরে, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন সময়ের কন্ঠস্বরকে জানান, অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আবুল কালামের লাশ চট্টগ্রাম থেকে রামগড় থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা রুজু হলে সঠিক তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…