এইমাত্র
  • টরন্টোতে প্রদর্শিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘সাবিত্রী’
  • মুসলিম নারীর নিকাব টেনে খুলে ফেলায় সমালোচনার মুখে বিহারের মুখ্যমন্ত্রী
  • ‘নিরাপত্তা’র কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি প্রার্থী
  • রেকর্ড দামে কলকাতায় ক্যামেরন গ্রিন
  • মহান মুক্তিযুদ্ধের নায়ক থেকে রূপালি পর্দায়
  • ‘ফিফা দ্য বেস্ট’ ঘোষণা আজ, যারা আছেন আলোচনায়
  • মেট্রোরেল চলাচল স্বাভাবিক
  • দেশে ফিরলেই গ্রেপ্তার হবেন অজুর্না রানাতুঙ্গা
  • লন্ডনে তারেক রহমানের শেষ কর্মসূচি আজ
  • মুক্তিযুদ্ধ নিয়ে লেখা ইতিহাসের ৯০ ভাগই মিথ্যা: আমির হামজা
  • আজ মঙ্গলবার, ২ পৌষ, ১৪৩২ | ১৬ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    পঞ্চগড়ে ডুবুরি দিয়ে হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১২:৫০ এএম
    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১২:৫০ এএম

    পঞ্চগড়ে ডুবুরি দিয়ে হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১২:৫০ এএম

    পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদকাসক্ত এক যুবকের হামলায় গুরুতর আহত দুইজনের ঘটনায় ব্যবহৃত ধারালো অস্ত্রটি ঘটনার একদিন পর ডুবুরি নামিয়ে উদ্ধার করেছে পুলিশ।

    শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে রংপুর ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল উপজেলার দন্ডপাল ইউনিয়নের মাটিয়ারপাড়া গ্রামের একটি পুকুরে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে।

    ডুবুরিরা প্রায় ঘণ্টাব্যাপী তল্লাশির পর আমিনুর রহমানের পুকুর থেকে লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি একটি ধারালো তলোয়ার উদ্ধার করেন। দেবীগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতার হওয়া অভিযুক্ত মোস্তাফিজুর রহমানের আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতেই পুকুরে অভিযান চালানো হয়।

    অস্ত্র উদ্ধারের সময় দেবীগঞ্জ থানার এসআই শচীন সরকার, এসআই রাশেদুল ইসলাম চৌধুরীসহ পুলিশের একাধিক সদস্য ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পুকুরপাড় ঘিরে শত শত উৎসুক জনতা ভিড় করেন।

    প্রসঙ্গত, ১৬ এপ্রিল দেবীগঞ্জে মাদকাসক্ত মোস্তাফিজুর রহমান ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে মামুন ইসলাম ও তার মা মাহফুজা বেগমকে গুরুতর আহত করেন। হামলায় মামুনের দুই হাতের কব্জি এবং মাহফুজা বেগমের একাধিক আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পরপরই মোস্তাফিজুরকে গ্রেফতার করে পুলিশ।

    প্রথমে আহতদের দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে মামুন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং তার মা মাহফুজা বেগম ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

    দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা জানান, “আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তার তথ্য অনুযায়ী পুকুর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। আগামীকাল এটি আদালতে প্রেরণ করা হবে।”

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…