এইমাত্র
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ফয়জুল করীমকে বিসিসি’র মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৪১ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৪১ পিএম

    ফয়জুল করীমকে বিসিসি’র মেয়র ঘোষণার দাবিতে গণমিছিল

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৪১ পিএম

    ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র করার দাবিতে বরিশালে মানববন্ধন ও গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (১৯ এপ্রিল) বেলা ১২ টায় নগরীর সদর রোডের টাউন হল চত্বরে বরিশালের সর্বস্তরের ছাত্র ও যুবসমাজের ব্যানারে মানববন্ধন ও গণ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন। মিছিলে ছাত্র-যুবসমাজ ও ইসলামী আলেমগনরা উপস্থিত ছিলেন।

    একই দাবিতে এর আগে শুক্রবার বিকেলে নগরীর সদর রোডে বরিশাল সিটি কর্পোরেশনের সর্বস্তরের জনগনের ব্যানারে মানববন্ধন করা হয়।

    মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রফেসর মো. লোকমান হাকিম। বক্তব্য রাখেন মাওলানা জাকারিয়া হামিদী, মাওলানা আবুল খায়ের, নাসিরউদ্দিন নাইস, আজিজুল হক, তানভীর আহম্মেদ শোভন প্রমুখ।

    বক্তারা জানান, ঢাকা দক্ষিণ এবং চট্রগ্রামে মামলার পর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। তাহলে বরিশালে কেন ফয়জুল করিমকে মেয়র ঘোষণা করা যাবে না প্রশ্ন তুলেছেন তারা।

    এসময় বক্তারা দাবি করে বলেন, ২০২৩ সালের বরিশাল সিটি নির্বাচনে হাতপাখা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। নৌকার প্রার্থীর সমর্থকরা হামলা করে তাকে আহত করেছে। এমনকি সকল কেন্দ্র থেকে এজেন্ট বের করে দিয়েছে। নির্বাচন কমিশন নৌকার প্রার্থীর পক্ষে কাজ করেছেন। নিরপেক্ষ ভোট হলে হাতপাখার প্রার্থী জয়ী হতেন। তাই মুফতি ফয়জুল করীমকে মেয়র ঘোষনা চেয়ে আদালতেও মামলা করা হয়েছে। নির্বাচনী ট্রাইব্যুনাল আগামী রবিবার এ বিষয়ে আদেশ দেবেন। তাই আমরা মুফতি ফয়জুল করীমকে মেয়র ঘোষণার দাবি জানাচ্ছি।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…