এইমাত্র
  • হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার
  • সোমবার হাদিকে থাইল্যান্ডে নিতে চায় তার পরিবার
  • আবারও রাজধানীতে বাসে আগুন
  • প্রধান উপদেষ্টাকে ফোন করে শোক জানালেন জাতিসংঘ মহাসচিব
  • সেই ফয়সালের সই করা বিপুল চেকসহ আটক ৩
  • সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে
  • কুড়িগ্রামের দুই সেনাসদস্য সুদানে শহিদ, ‘নীরব হওয়ার’ শেষ বার্তা শান্তর
  • বুদ্ধিজীবীদের স্মরণে সাকিব-লিটনের পোস্ট
  • ছোট পুঁজি নিয়েও পাকিস্তানকে হেসে-খেলে হারাল ভারত
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    পুলিশ শত্রু নয়, পুলিশকে সহযোগীতা করুন: পুলিশ সুপার

    স্বপন মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১০:১২ পিএম
    স্বপন মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১০:১২ পিএম

    পুলিশ শত্রু নয়, পুলিশকে সহযোগীতা করুন: পুলিশ সুপার

    স্বপন মাহমুদ, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১০:১২ পিএম

    মাদক, জুয়া, চুরি, ছিনতাই, বাল্যবিবাহ, চাঁদাবাজি ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ মো. রফিকুল ইসলাম (পিপিএম সেবা) বলেছেন, অপরাধীর কোন রাজনীতিক পরিচয় নেই। তার নেই কোন ধর্ম-বর্ণ বা জাত। অপরাদের সাথে যুক্ত থাকলে তার আসল পরিচয় সে অপরাধী। আপনারা পুলিশ কখনো শত্রু মনে করবেন না, পুলিশ জনগনের বন্ধু। অপরাদ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করুন।

    তিনি শনিবার (১৯ এপ্রিল) বিকালে সরিষাবাড়ী উপজেলার ভাটারা স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন।

    তিনি আরো বলেন, গত ৫ আগস্টের পর থেকে পুলিশ অন্যরকম ভূমিকায় আপনাদের সেবায় কাজ করে যাচ্ছেন। পুলিশের ভুলত্রুটি গুলো ধরিয়ে দিন। আমরা পরিবর্তন হয়ে আপনারদের সেবায় কাজ করে যাচ্ছি। সুস্থ্য সুন্দর সমাজ গড়তে অপরাদ নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করুন।

    সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. চাঁদ মিয়া সভাপতিত্বে বিট পুলিশিং অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীম।

    আরো বক্তব্য রাখেন- জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল-মামুন, এডভোকেট আব্দুল আওয়াল, ভাটার ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির খান, সাধারণ সম্পাদক আব্দুল করিম মুসুল্লি, সাবেক চেয়ারম্যান হারুন-অর রশিদ খান, সহকারি অধ্যাপক জুয়েল রানা প্রমুখ।

    এ সময় জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ নাজমুস সাকিব, সরিষাবাড়ী থানার উপ-পরির্দশক বিকাশ চন্দ্র, এসআই বদরুল হাসান, এসআই রায়হান উদ্দিন সহ অন্যান্য পুলিশ সদস্য ও ভাটারা ইউনিয়নের বিভিন্ন সর্বস্তরের নেতৃবৃন্দ, প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…