এইমাত্র
  • হাদির মৃত্যুর প্রতিবাদ জানাতে শাহবাগে জড়ো হচ্ছেন ছাত্র-জনতা
  • এখনও নিয়ন্ত্রণে আসেনি প্রথম আলো কার্যালয়ের আগুন
  • চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলা চেষ্টা
  • ওসমান হাদির মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক: মির্জা ফখরুল
  • ক্রেন দিয়ে ডেইলি স্টারের সাংবাদিকদের উদ্ধার
  • মধ্যরাতে ধানমন্ডি-৩২ নম্বরে আগুন-ভাঙচুর
  • শুক্রবার সারাদেশে দোয়া ও কফিন মিছিল কর্মসূচি জুলাই ঐক্যের
  • শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে হাদির মরদেহ, শনিবার জানাজা
  • আমাদেরও যেন শহীদি মৃত্যু হয়: মাহফুজ আলম
  • আগুন দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হাদির স্পিরিটের বিরোধী: নাহিদ
  • আজ শুক্রবার, ৫ পৌষ, ১৪৩২ | ১৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মে দিবসের চিঠি বিলি করতে গিয়ে সড়ক দুর্ঘটনার ২ দিন পর শ্রমিক নেতার মৃত্যু

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১২:০৮ পিএম
    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১২:০৮ পিএম

    মে দিবসের চিঠি বিলি করতে গিয়ে সড়ক দুর্ঘটনার ২ দিন পর শ্রমিক নেতার মৃত্যু

    নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১২:০৮ পিএম

    পঞ্চগড়ের দেবীগঞ্জে মোটরসাইকেলে পিকআপ ভ্যানের ধাক্কার দুই দিন পর মোজাফফর নামে এক শ্রমিক নেতা নিহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার দুইদিন পর আইসিইউতে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। একই ঘটনায় সেদিনই (১৮ এপ্রিল) মেহের আলী ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আহত হন আশিকুজ্জামান শামীম নামে অপরজন।

    শুক্রবার (১৮ এপ্রিল) রাত সাড়ে আটটার দিকে উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট চৌরাস্তা এলাকায় এশিয়ান হাইওয়েতে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

    নিহত মোজাফফর দেবীডুবা ইউনিয়নের পেড়ালবাড়ী মিস্ত্রী পাড়া এলাকার বাসিন্দা। শামীমের বাড়িও একই এলাকায়। নিহত মেহের আলী দেবীগঞ্জ পৌরসভার সোনাপোতা পাড়ঘাট এলাকার বাসিন্দা। তারা তিনজনই জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাথে যুক্ত ছিলেন। মোজাফফর ওই সংগঠনের দেবীডুবা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

    স্থানীয় সূত্রে জানা গেছে, মহান মে দিবস উপলক্ষে শ্রমিক ইউনিয়নের চিঠি বিতরণের উদ্দেশ্যে তিনজন একসাথে মোটরসাইকেলে করে লক্ষীরহাট এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে পেছন দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নিয়ে আসার পর মেহের আলীকে মৃত ঘোষণা করেন ডাক্তার। মোজাফফর আর শামীমকে প্রথমিক চিকিৎসা শেষে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

    মোহাফফরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে স্থানান্তর করে গুড হেলথ হাসপাতালে স্থানান্তর করে আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২০ এপ্রিল) কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    আশিকুজ্জামান শামীম বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা স্থিতিশীল আছে বলে নিশ্চিত করেছেন স্বজনরা।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…