এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নড়াইলে ইজিবাইক চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৫:২৩ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৫:২৩ পিএম

    নড়াইলে ইজিবাইক চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৫:২৩ পিএম

    নড়াইলে ব্যাটারি চালিত ইজিবাইক চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় চোরাই ব্যাটারি চালিত একটি ইজিবাইক উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইজিবাইকটি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ বাজার থেকে চুরি হয়েছিল।

    শনিবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৮ টার দিকে নড়াইল সদর উপজেলার নাকশী মাদ্রাসা বাজার থেকে চোরাই ইজিবাইকসহ তাদেরকে গ্রেফতার করা হয়। রবিবার (২০ এপ্রিল) জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদারা খান সময়ের কন্ঠস্বরকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    গ্রেফতাররা হলেন, যশোর জেলার বেনাপোল পোর্ট থানার ভবেরবর গ্রামের জহির উদ্দিন শেখের ছেলে সুজন উদ্দিন শেখ (২৭) এবং পিরোজপুর জেলার নাজিপুর থানার রামনগর গ্রামের মৃত আব্দুল মালেক শেখের ছেলে মোহম্মদ রোহান শেখ (২৯)।

    পুলিশ সূত্রে জানায়, শনিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ বাজার থেকে দেবেন্দ্রনাথ নামে এক ব্যক্তির ব্যটারি চালিত ইজিবাইকটি চুরি হয়ে যায়। পরে তিনি কালীগঞ্জ থানায় একটি চুরির মামলা করেন। মামলার পরে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই মোঃ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্সসহ নড়াইল সদর থানার নাকশী মাদ্রাসা বাজারে অভিযান চালিয়ে সুজন উদ্দিন শেখ ও মোহম্মদ রোহান শেখকে গ্রেফতার করে। এ সময় আসামিদের নিকট থেকে সবুজ রঙ্গের একটি চোরাই ইজিবাইক জব্দ করা হয়।

    নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.শাহাদারা খান সময়ের কন্ঠস্বরকে বলেন, এ সংক্রান্তে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানায় একটি মামলা রুজু হয়েছিল। আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…