এইমাত্র
  • হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার
  • সোমবার হাদিকে থাইল্যান্ডে নিতে চায় তার পরিবার
  • আবারও রাজধানীতে বাসে আগুন
  • প্রধান উপদেষ্টাকে ফোন করে শোক জানালেন জাতিসংঘ মহাসচিব
  • সেই ফয়সালের সই করা বিপুল চেকসহ আটক ৩
  • সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে
  • কুড়িগ্রামের দুই সেনাসদস্য সুদানে শহিদ, ‘নীরব হওয়ার’ শেষ বার্তা শান্তর
  • বুদ্ধিজীবীদের স্মরণে সাকিব-লিটনের পোস্ট
  • ছোট পুঁজি নিয়েও পাকিস্তানকে হেসে-খেলে হারাল ভারত
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    ফের নেপালে গবির ভেটেরিনারি অনুষদের ইন্টার্ন শিক্ষার্থীরা

    শরিফুল গণি উসমানি, গবি প্রতিনিধি প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৬:৪০ পিএম
    শরিফুল গণি উসমানি, গবি প্রতিনিধি প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৬:৪০ পিএম

    ফের নেপালে গবির ভেটেরিনারি অনুষদের ইন্টার্ন শিক্ষার্থীরা

    শরিফুল গণি উসমানি, গবি প্রতিনিধি প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৬:৪০ পিএম

    সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের নবম ব্যাচের ইন্টার্ন চিকিৎসকরা তাদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে দ্বিতীয় দফায় নেপালে পৌঁছেছেন।

    রবিবার (২০ এপ্রিল) শিক্ষার্থীরা নেপালে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

    জানা গেছে, নেপালের অ্যাগ্রিকালচার এন্ড ফরেস্টি ইউনিভার্সিটিতে ১৩ জন শিক্ষার্থী ২০ দিনব্যাপী ইন্টার্নশিপ কার্যক্রম পরিচালনা করবেন। এটি গবি শিক্ষার্থীদের তৃতীয়বারের মতো নেপালে ইন্টার্নশিপ। একই সঙ্গে, একই ব্যাচের আরও ৬ জন শিক্ষার্থী বর্তমানে মালয়েশিয়ার বিখ্যাত 'ইউনিভার্সিটি মালয়েশিয়া কেলান্টানে' ইন্টার্নশিপ করছেন।

    নেপাল থেকে ইন্টার্ন চিকিৎসক সাইফুল ইসলাম সাকিব বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে বিদেশে ইন্টার্ন করতে নেপালে পা রেখেছি। পুঁথিগত বিদ্যার বাস্তবিক প্রয়োগ ও অর্জিত ব্যবহারিক জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে বিদেশে ইন্টার্নি খুব উপযোগী। আশাকরি নিজের, বিশ্ববিদ্যালয়ের ও দেশের প্রাণিসম্পদের উন্নয়নসাধনে ব্যবহারিক জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে পারব। আমাদের এমন সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য অনুষদের ডীন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।'

    এ বিষয়ে অনুষদের ডীন অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান জানান, ‘বিদেশে ইন্টার্নশিপের মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন দেশের জীববৈচিত্র অনুযায়ী প্রাণিসম্পদের লালন-পালন ও রক্ষণাবেক্ষণ, রোগ নির্ণয়, রোগের চিকিৎসা প্রদান, আধুনিক প্রযুক্তির ব্যবহার সহ নানাবিধ জ্ঞানার্জনের সুযোগ পাবে। যা তাদের দক্ষ ভেটেরিনারিয়ান হিসেবে গড়ে তুলবে। আমি আশাকরি বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের শিক্ষার্থীরাও যথাযথ ভেটেরিনারি সেবা প্রদান করতে পারবে।’

    উল্লেখ্য, সর্বপ্রথম অনুষদের পঞ্চম ব্যাচের ২৫ জন ইন্টার্ন চিকিৎসক নেপালের বিখ্যাত ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপে অংশগ্রহণ করেন। পরবর্তীতে, অষ্টম ব্যাচের ২১ জন ইন্টার্ন চিকিৎসক অ্যাগ্রিকালচার এন্ড ফরেস্টি ইউনিভার্সিটিতে ইন্টার্নশিপ সম্পন্ন করেন।

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…