এইমাত্র
  • এখনও নিয়ন্ত্রণে আসেনি প্রথম আলো কার্যালয়ের আগুন
  • চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের বাসভবনে হামলা চেষ্টা
  • ওসমান হাদির মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক: মির্জা ফখরুল
  • ক্রেন দিয়ে ডেইলি স্টারের সাংবাদিকদের উদ্ধার
  • মধ্যরাতে ধানমন্ডি-৩২ নম্বরে আগুন-ভাঙচুর
  • শুক্রবার সারাদেশে দোয়া ও কফিন মিছিল কর্মসূচি জুলাই ঐক্যের
  • শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে হাদির মরদেহ, শনিবার জানাজা
  • আমাদেরও যেন শহীদি মৃত্যু হয়: মাহফুজ আলম
  • আগুন দিয়ে আন্দোলন ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হাদির স্পিরিটের বিরোধী: নাহিদ
  • হাদির মৃত্যুতে বিসিবি ও বাফুফের শোক
  • আজ শুক্রবার, ৫ পৌষ, ১৪৩২ | ১৯ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    যশোরে আ.লীগের দুই নেতা গ্রেফতার

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১২:১০ এএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১২:১০ এএম

    যশোরে আ.লীগের দুই নেতা গ্রেফতার

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১২:১০ এএম

    যশোরে নাশকতা মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

    রবিবার (২০ এপ্রিল) বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন-ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল ও নাভারণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী।

    এদিকে, একই দিন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শাহিন চাকলাদারসহ কয়েকজন শীর্ষ নেতার বাড়িতে অভিযান চালায় পুলিশ। কিন্তু কাউকে গ্রেফতার করতে পারেনি।

    ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানান, জাহাঙ্গীর আলম মুকুল ও শাহজাহান আলীর বিরুদ্ধে নাশকতার একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর থেকে তারা পলাতক ছিলেন। রোববার বিকেলে উপজেলার বেনেয়ালী থেকে জাহাঙ্গীর আলম মুকুলকে গ্রেফতার করা হয়। আরেক অভিযানে নাভারণ পেট্রোল পাম্পের সামনে থেকে গ্রেফতার করা হয় শাহজাহান আলীকে।

    এদিকে, এদিন দুপুরে পুলিশের কয়েকটি টিম শহরের কাঁঠালতলায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের বাড়ি, যশোর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যুবলীগের প্রচার সম্পাদক জাহিদ হোসেন মিলন ওরফে ‘টাক মিলনের’ বাড়ি, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ নেতা শফিকুল ইসলাম জুয়েলের বাড়ি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সাইফুজ্জামান পিকুলের বাড়ি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের বাড়িতে অভিযান পরিচালনা করে। কিন্তু কাউকে আটক বা কিছু উদ্ধার করতে পারেনি পুলিশ।

    যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত অস্ত্র ও মাদক অভিযানের অংশ হিসেবে অভিযানে তাদের বাড়িতে অভিযানে যায় পুলিশ। তারা পলাতক থাকায় আটক করা সম্ভব হয়নি।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…