এইমাত্র
  • মেসি-শচীনের ঐতিহাসিক সাক্ষাৎ, উপহার বিনিময়
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় মামলা
  • হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু আজ
  • বাংলাদেশি শান্তিকর্মীদের ওপর হামলা, সুদানকে সতর্কবার্তা জাতিসংঘের
  • হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার
  • সোমবার হাদিকে থাইল্যান্ডে নিতে চায় তার পরিবার
  • আবারও রাজধানীতে বাসে আগুন
  • প্রধান উপদেষ্টাকে ফোন করে শোক জানালেন জাতিসংঘ মহাসচিব
  • সেই ফয়সালের সই করা বিপুল চেকসহ আটক ৩
  • সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বরিশালে মেয়র প্রার্থীর পর এবার ১৭ কাউন্সিলরের মামলা

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১২:১৫ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১২:১৫ পিএম

    বরিশালে মেয়র প্রার্থীর পর এবার ১৭ কাউন্সিলরের মামলা

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১২:১৫ পিএম

    বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী কাউন্সিলরদের পদ শূন্য ঘোষণা করে জারি প্রজ্ঞাপন চ্যালেন করেছে জনপ্রতিনিধিরা। প্রজ্ঞাপনটি আইনবর্হিভূত উল্লেখ করে এবং জারি করা প্রজ্ঞাপন বাতিল চেয়ে আদালতে প্রতিকার চেয়েছেন ১৭ জন কাউন্সিলর।

    গত ১৮ এপ্রিল বরিশাল ১ম যুগ্ম জেলা জজ আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় বিবাদী করা হয়েছে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন ১ শাখার উপসচিব, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক, বরিশালের বিভাগীয় কমিশনার, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, বরিশাল সিটি করপোরেশনের সচিব, বরিশাল জেলা প্রশাসক ও রাষ্ট্রপতি কার্যালয়ের জন বিভাগের সচিব।

    মামলায় উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. রফিকুল ইসলামের স্বাক্ষরিত প্রজ্ঞাপন জারি করে ১৭ টি ওয়ার্ডের কাউন্সিলরদের কার্যক্রম বন্ধ ও তাদের পদ শূন্য ঘোষণা করা হয়। কোনো পূর্ব নোটিশ বা কারণ দর্শানো ব্যতিরেকে কাউন্সিলরদের পদ শূন্য ঘোষণা করা সম্পূর্ণরূপে অবৈধ ও সংবিধান বিরোধী। তারা জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি এবং স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ।

    তাই আদালতের মাধ্যমে জারি করা প্রজ্ঞাপন বাতিল এবং কাউন্সিলরদের পূর্নবহালের আবেদন করা হয়।

    আদালত মামলা আমলে নিয়ে পরবর্তী শুনানির জন্য রেখে দিয়েছেন জানিয়ে বাদীপক্ষের আইনজীবী মাহাবুবুল হক জানান, প্রজ্ঞাপন জারি করে জনপ্রতিনিধির পদ শূন্য ঘোষণা করা নজিরবিহীন ঘটনা। এর মাধ্যমে সংবিধান ও স্থানীয় সরকার আইনের সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে। আদালতের রায়ের মাধ্যমে কাউন্সিলরবৃন্দ স্বপদে বহাল হবেন বলে আশা করছি। তিনি বলেন, আদালত ৭ মে মামলাটির আদেশের জন্য তারিখ ধার্য করেছেন।

    মামলার বাদী ১৭ জন ওয়ার্ড কাউন্সিলর হলেন, ১ নং ওয়ার্ড কাউন্সিলর আউয়াল মোল্লা, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মুন্না হাওলাদার, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর খান মো. জামাল হোসেন, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনি, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর সামজিদুল কবির, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সাঈদ আহমেদ, ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর শাকিল আহমেদ পলাশ, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মেহেদী হাসান পারভেজ খান, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হুমায়ূন কবির লিংকু, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান মাহমুদ, ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ূন কবির, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন রয়েল, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর জয়নাল আবেদিন, সংরক্ষিত ৯ নং ওয়ার্ড কাউন্সিলর ডালিয়া পরভীন, সংরক্ষিত ৭ নং ওয়ার্ড কাউন্সিলর সালমা আক্তার শিলা, সংরক্ষিত ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আয়শা তৌহিদ লুনা।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…