গাজীপুরের টঙ্গীতে বালুবাহী ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আলমগীর (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
সোমবার (২১ এপ্রিল) ভোর রাতে টঙ্গী-কামারপাড়া সংযোগ সড়কের পানির ট্যাংকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ।
নিহত আলমগীর পিরোজপুর জেলার নাজিরপুর থানার বাসিন্দা।
পুলিশ জানায়, ভোর সাড়ে ৪টার দিকে একটি গাছবোঝাই ট্রাক ও একটি বালুবাহী ড্রাম ট্রাক কামারপাড়া থেকে টঙ্গীর স্টেশন রোড অভিমুখে আসছিল। যানগুলো পানির ট্যাংকি এলাকায় পৌঁছলে বালুবাহী ড্রাম ট্রাকটি গাছবোঝাই ট্রাকে ধাক্কা দেয়। এতে গাছবোঝাই ট্রাকের ওপর থাকা আলমগীর ছিটকে রাস্তায় পড়ে যায়। এ সময় ড্রাম ট্রাকটির চাকায় পিষ্ট হয়ে তিনি মারা যান।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করা হবে।
এআই