এইমাত্র
  • লোহাগাড়ায় ইটভাটায় অভিযান-জরিমানা
  • নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি
  • আজও হাত মেলায়নি ভারত-পাকিস্তান
  • মিরসরাইয়ে জুলাই যোদ্ধা তাহমিদ হত্যায় ছাত্রদল কর্মী গ্রেপ্তার
  • নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ
  • এবার হলিউডে নাম লেখালেন রোনালদো!
  • আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটারকে
  • মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা, হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক: চিকিৎসক
  • হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেয়ার পরিকল্পনা হচ্ছে: চিকিৎসক
  • মেসিকে ‘দখলে’ নিতে দুই মন্ত্রীর দ্বন্দ্বে স্টেডিয়ামে বিশৃঙ্খলা
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বলরামপুরে পূর্বশত্রুতার জেরে গৃহবধুর বাড়িতে আগুন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১০:৩৬ পিএম
    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১০:৩৬ পিএম

    বলরামপুরে পূর্বশত্রুতার জেরে গৃহবধুর বাড়িতে আগুন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

    জাহিদ হাসান নাইম, কুমিল্লা প্রতিনিধি প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১০:৩৬ পিএম

    কুমিল্লা আদর্শ সদর উপজেলার বলরামপুর এলাকায় মাহমুদা বেগম (৩০) নামের এক গৃহবধূর বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার।

    ঘটনার পেছনে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী মাহমুদা বেগম।

    অভিযুক্তরা হলেন, বলরামপুর এলাকার শাহ আলমের ছেলে মোঃ পাভেল (৩০) ও মৃত সিরাজ মিয়ার ছেলে মোঃ আবুল হোসেন (৪০), আবদুল গফুরের ছেলে মোঃ জসিম মিয়া (৫৫), মৃত জয়নাল আবদীনের ছেলে শাহ আলম (৫০), মৃত মোহাম্মদ আলীর ছেলে পারভেজ (২৩),সদর দক্ষিণের হাড়াতলী এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে সোহাগ হোসেন(৩৫)।

    ভুক্তভোগী মাহমুদা বেগম জানান, তিনি বলরামপুর দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা। তার স্বামী মোহাম্মদ মীর হোসেন বর্তমানে একটি মামলায় পলাতক থাকায় তিনি ঘরে সন্তান ও শ্বাশুড়ীসহ অবস্থান করছিলেন। চলতি বছরের ১৮ এপ্রিল দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গিয়ে দেখতে পান, তাদের দক্ষিণ ভিটি ঘরে আগুন জ্বলছে। তিনি তড়িঘড়ি করে তার সন্তান ও শ্বাশুড়ীকে ঘর থেকে বের করে আনেন।

    মাহমুদা বেগম আরও জানান, ঘর থেকে বের হয়ে তিনি দেখতে পান, বিবাদী পাভেল, মোঃ আবুল হোসেন (৪০), সোহাগ হোসেন (৩৫), মোঃ জসিম মিয়া (৫৫), শাহ আলম (৫০), পারভেজ (২৩) সহ আরও কয়েকজন দ্রুত দৌড়ে পালিয়ে যাচ্ছে।

    অগ্নিকাণ্ডে তাদের দক্ষিণ ভিটি বসতঘর এবং পূর্ব ভিটি পাকাঘর সম্পূর্ণ পুড়ে যায়। পুড়ে যাওয়া ঘরে থাকা কাঠ, আসবাবপত্র এবং ব্যবসার উপকরণসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

    ভুক্তভোগী আরও জানান, পূর্বেও তাদের সঙ্গে বিবাদীদের জমি সংক্রান্ত বিরোধ ছিল এবং মামলাও চলমান রয়েছে (মামলা নং-১৭১/২০১৩)। এমনকি তার চাচা শশুড়ও একটি সিআর মামলা নং-৫৩৯/২৫ দায়ের করেছিলেন। এসব ঘটনার প্রতিশোধ নিতে বিবাদীরা তাদের বাড়িতে পরিকল্পিতভাবে অগ্নিসংযোগ করেছে বলে মাহমুদা বেগমের অভিযোগ। অগ্নিকাণ্ডের পর স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

    ভুক্তভোগী মাহমুদা বেগম বলেন, আমি আমার বাড়ি পুড়িয়ে ফেলার সাথে যারা জড়িত তাদের বিচার চাই আমি প্রশাসনের কাছে। আমি নিরীহ মানুষ তাই তারা আমার বাড়ি ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে। আমি আমার সাথে হওয়া অন্যায়ের বিচার চাই।

    পুলিশ জানিয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কোতওয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…