এইমাত্র
  • বার্সেলোনাকে কিনতে ১০ বিলিয়ন ইউরো’র প্রস্তাব সৌদি যুবরাজের
  • বিজয় দিবসে যেসব সড়ক এড়িয়ে চলতে বলেছে ডিএমপি
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রবেশদ্বার
  • হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ভারতে পাচারকালে কৈখালী সীমান্ত থেকে নারী-শিশুসহ আটক ১২

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১১:০৯ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১১:০৯ এএম

    ভারতে পাচারকালে কৈখালী সীমান্ত থেকে নারী-শিশুসহ আটক ১২

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ১১:০৯ এএম

    সাতক্ষীরার সুন্দরবন সংলগ্ন কৈখালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় নারী-শিশুসহ ১২ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

    সোমবার (২১ এপ্রিল) পৃথক দুটি অভিযানে তাদের আটক করা হয়।

    রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার সৈয়দ আব্দুর রউফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে কৈখালী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. আবুবক্কার সিদ্দিকের নেতৃত্বে বকচর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নারী ও শিশুসহ ১২ জন বাংলাদেশি নাগরিককে ভারতে পাচারের সময় আটক করা হয়। তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, চারটি মোবাইল ফোন, ৫০০ ভারতীয় রুপি ও ২৪০ টাকা বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে।

    আটককৃতরা হলেন- নুর নাহার (৪০), তার ছেলে রাজ শিকদার (১৪) ও মেয়ে ইশা মনি (৩), সোহানা (৭), মো. শামীম আহমেদ (৪০), নীলা মলিক (৩২) ।

    এর আগে একইদিন দুপুর ২টায় কৈখালী সীমান্তের আওতায় বয়েসিং এলাকা থেকে ছয়জন বাংলাদেশি নাগরিককে ভারতে পাচারের চেষ্টাকালে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও ৪ হাজার ভারতীয় রুপি জব্দ করা হয়। বয়েসিং ভাসমান বিওপির হাবিলদার মো. নিজামুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

    আটককৃতরা হলেন- অনুপম সরকার (২৮), তার স্ত্রী পিংকি বৈরাগী (২৬) ও ছেলে দেবরাজ সরকার (৮), শচীন সানা (১৮), রুমি (১৮), মোছা. সুইটি ইসলাম (২২)।

    বিজিবি সূত্রে জানা গেছে, মানবপাচার চক্রের সদস্য শ্যামনগরের শৈলখালি গ্রামের মো. মামুন (৩২) ও কয়ালপাড়া গ্রামের মো. আইজুল (৩৮) পলাতক রয়েছে। আটককৃতরা জানিয়েছেন, মামুন ও আইজুল মোবাইল ফোনে তাদের সঙ্গে যোগাযোগ করে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে পাচারের চেষ্টা করছিল। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক পাচারকারীদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…