এক শিক্ষার্থীর আহতের প্রতিবাদে ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার (২২ এপ্রিল) পৌনে ১২টায় সিটি কলেজের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, বেলা পৌনে ১২টায় ঢাকা কলেজের একদল শিক্ষার্থী ঢাকা কলেজের সামনে সড়ক থেকে সাইন্সল্যাব মোড়ে পৌঁছালে সামনে থেকে সিটি কলেজের শিক্ষার্থীরা পাল্টা অবস্থান নিলে উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা একে অপরের দিকে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরবর্তীতে ঢাকা কলেজের শিক্ষকরা সড়কে অবস্থান নিয়ে ঢাকা কলেজ শিক্ষার্থীদের নায়েমের গলিতে ঢুকিয়ে দেয়।
সিটি কলেজের শিক্ষার্থীরা আবারও কলেজ থেকে বের হয়ে ঢাকা কলেজের দিকে এগোতে চাইলে পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিয়ে সাইন্সল্যাব মোড়ে অবস্থান নিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে।
এইচএ