এইমাত্র
  • লোহাগাড়ায় ইটভাটায় অভিযান-জরিমানা
  • নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি
  • আজও হাত মেলায়নি ভারত-পাকিস্তান
  • মিরসরাইয়ে জুলাই যোদ্ধা তাহমিদ হত্যায় ছাত্রদল কর্মী গ্রেপ্তার
  • নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ
  • এবার হলিউডে নাম লেখালেন রোনালদো!
  • আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটারকে
  • মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা, হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক: চিকিৎসক
  • হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেয়ার পরিকল্পনা হচ্ছে: চিকিৎসক
  • মেসিকে ‘দখলে’ নিতে দুই মন্ত্রীর দ্বন্দ্বে স্টেডিয়ামে বিশৃঙ্খলা
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    খেলা

    আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ বিজেপি নেতার

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৪:০৩ পিএম
    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৪:০৩ পিএম

    আইপিএলে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ বিজেপি নেতার

    স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৪:০৩ পিএম

    ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে ম্যাচ গড়াপেটার অভিযোগ একেবারেই নতুন কিছু না। সময়ে সময়ে বহুবারই অভিযোগ উঠেছে আইপিএলের বিভিন্ন ম্যাচ নিয়ে। তবে ২০২৫ সালে এসে নিজ দলের বিপক্ষেই ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আনলেন বিজেপির এমএলএ (আইনপ্রণেতা) জয়দ্বীপ বিহানি। রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের অ্যাড-হক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন বিহানি।

    তার অভিযোগ, চলতি আসরে লখনৌ সুপার জায়ান্টসের বিপক্ষে ২ রানে হারের ম্যাচটায় ঘটেছে কলঙ্কিত ফিক্সিং। বিজেপির এই নেতার দাবি, রাজস্থান রয়্যালস ইচ্ছে করেই হেরেছে গুরুত্বপূর্ণ এই ম্যাচ।

    আইপিএলে রাজস্থান যখন চরমভাবে ভুগছে, তখনই তাদের বিপক্ষে এমন অভিযোগ এনেছেন রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জয়দীপ বিহানি। চলতি আসরে ৮ ম্যাচের মধ্যে তারা জয় পেয়েছে মোটে ২ ম্যাচে। হেরেছে ৬ ম্যাচে। এরমাঝে শেষ চার ম্যাচেই আছে টানা হার।

    যার শেষটা লখনৌর বিপক্ষে। আর এই ম্যাচ নিয়েই উঠেছে ফিক্সিংয়ের অভিযোগ। গত ১৯ এপ্রিল ঘরের মাঠ জয়পুরে লখনৌর বিপক্ষে মাঠে নামে রাজস্থান রয়্যালস। আগে ব্যাট করে লখনৌ সংগ্রহ করেছিল ১৮০ রান। জবাবে ভালোই ছিল রাজস্থানের ব্যাটিংয়ের গতি। যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, বৈভব সূর্যবংশীরা ম্যাচটাকে রেখেছিলেন নাগালের মাঝেই।

    শেষ ওভারে রাজস্থানের দরকার ছিল নয় রান। কিন্তু আভেশ খানের দুর্দান্ত এক ওভার থেকে রাজস্থান তুলতে পেরেছিল কেবল ৬ রান। ২ রানের হার নিয়ে মাঠ ছাড়ে রাজস্থান। আর এখানেই সন্দেহ প্রকাশ করেন জয়দ্বীপ বিহানি। বিজেপির এই আইনপ্রণেতার দাবি, ‘যারাই ম্যাচ দেখেছেন তারা প্রত্যেকেই বুঝতে পারবেন, এখানে কিছু একটা ভুল ছিল। আভেশ খানের শেষ ওভার থেকে রাজস্থান ৯ রান নিতে পারবে না, এটা অবিশ্বাস্য। শেষ ওভারের খেলা দেখে একটা বাচ্চা ছেলেও দাবি করবে ওটা পাতানো ছিল।’

    জয়দীপ বিহানি অবশ্য একহাত নিয়েছেন আইপিএলের ব্যবস্থাপনা নিয়েও। আইপিএলের ম্যাচ আয়োজনের দায়িত্ব কেন ক্রিকেট সংস্থার পরিবর্তে জেলা পরিষদকে দেয়া হয় তা নিয়ে ক্ষোভ করেছেন বিজেপির এই আইনপ্রণেতা।

    এদিকে জয়দীপ বিহানির অভিযোগ সহজভাবে নেয়নি রাজস্থান রয়্যালস। রাজ্যের মুখ্যমন্ত্রী, ক্রীড়ামন্ত্রীর কাছে দেয়া পত্রে বিহানির বিপক্ষে শক্ত অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তাদের দাবি, ‘জয়দীপ বিহানির এমন দাবি কেবল মিথ্যে এবং ভিত্তিহীন। একইসঙ্গে এমন এক বক্তব্য রাজস্থান র‍য়্যালস, রয়্যাল মাল্টি স্পোর্টস প্রাইভেট লিমিটেড, রাজস্থান স্পোর্টস কাউন্সিল এবং বিসিসিআইয়ের জন্য ভীষণভাবে অপমানজনক। একইসঙ্গে এই বক্তব্য ক্রিকেটের চেতনাকেও কলঙ্কিত করে।’

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…