এইমাত্র
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নাগরপুরে ইউনিয়ন বিএনপির গণসংযোগ ও বই বিতরণ কর্মসূচি

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১০:৪০ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১০:৪০ পিএম

    নাগরপুরে ইউনিয়ন বিএনপির গণসংযোগ ও বই বিতরণ কর্মসূচি

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১০:৪০ পিএম

    বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নে এক বিশেষ গণসংযোগ ও বই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৩ এপ্রিল) বিকেলে দপ্তিয়র ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জিল্লুর রহিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও নাগরপুর উপজেলা বিএনপির সিনিয়র সদস্য রবিউল আউয়াল লাভলু।

    গণসংযোগ চলাকালে সাধারণ মানুষের মাঝে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সংবলিত বই বিতরণ করা হয়। এতে তৃণমূল পর্যায়ে দলের বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি জনগণকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়।

    প্রধান অতিথির বক্তব্যে রবিউল আউয়াল লাভলু বলেন, দেশ আজ গভীর সংকটে। জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও মৌলিক অধিকার হরণ করা হয়েছে। এই অবস্থার উত্তরণে প্রয়োজন রাষ্ট্র কাঠামোর পুনর্গঠন। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা সেই কাঠামোর রূপরেখা, যা বাস্তবায়ন করতে পারলেই দেশে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব।

    তিনি আরও বলেন, এই বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে আমরা মাঠে নেমেছি। জনগণ আজ পরিবর্তনের জন্য প্রস্তুত।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি নিয়ামত আলী সুইট, সাবেক জিএস ইকবাল কবির রতন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ খান, যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) নাজমুল হক স্বাধীন, সাবেক ভিপি আরিফুল ইসলাম নবা, যুবদলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন, এলিম মাহমুদ, আজিজুর রহমান, ওলামা দলের সভাপতি আবু বকর ছিদ্দিক, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান রানা সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…