বরিশালে সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে নগরীর হজরত কালুশাহ সড়ক মোড়ে এই মানববন্ধন করা হয়।
এসময় এলাকাবাসী বলেন, একযুগ আগে হযরত কালুশাহ সড়কটি সংস্কারের পর আর তেমন কোনো সংস্কার হয়নি। গত সরকারের আমলে পূণসংস্কার কাজ শুরু হলেও ৫ আগস্টের পর তা বন্ধ হয়ে যায়। এর পরে ৬ মাস আগে আবার কাজ শুরু হলেও অত্যন্ত ধীরগতির কাজ হচ্ছে।
যার ফলে একদিকে যেমন খানাখন্দে ভড়া অপরদিকে আংশিক ড্রেনের কাজ হওয়ায় চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সড়কটি।
একই অবস্থা সার্কুলার রোড, ইয়াসিন আলী সড়ক, কবিরাজ বাড়ি সড়কের। আসন্ন বর্ষা মৌসুমে যা আরও শংকার সৃষ্টি করবে। তাই সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে বর্ষার আগে সড়কটি নির্মানের দাবী জানান।
তারা আরও বলেন, দ্রুত এই রাস্তাটির সংস্কার কাজ শেষ করা না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো এলাকাবাসীরা।
এআই