এইমাত্র
  • হাদিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি
  • ইংল্যান্ড মাতাচ্ছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলার
  • জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভিসি ভবনে তালা, শিক্ষকরা অবরুদ্ধ
  • ভোলায় বিএনপি-জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০
  • মাদারীপুরে নদী থেকে নারীর ভাসমান মরদেহ উদ্ধার
  • চুয়াডাঙ্গায় মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলেন দিলেন বাবা
  • বাগদা চিংড়ির সুনাম রক্ষায় অ্যান্টিবায়োটিকমুক্ত উৎপাদন জরুরি: ফরিদা আখতার
  • চুয়াডাঙ্গায় ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু
  • বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু
  • কুমিল্লায় আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ৫
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    শায়েস্তাগঞ্জে বিএনপি নেতা মহসিনের মৃত্যুর রহস্য তিন মাসেও অমীমাংসিত

    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৪:১৬ পিএম
    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৪:১৬ পিএম

    শায়েস্তাগঞ্জে বিএনপি নেতা মহসিনের মৃত্যুর রহস্য তিন মাসেও অমীমাংসিত

    মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৪:১৬ পিএম

    শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক ও ব্যবসায়ী মহসিন মিয়া (৩৫) ডাকাতদলের কবলে পড়ে মারা যাওয়ার রহস্য উদঘাটন হয়নি তিন মাসেও। এ মৃত্যুর পেছনে ডাকাতি ছাড়াও অন্য কোন কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখার দাবি স্থানীয়দের।

    জানা গেছে, গত ৩ ফেব্রুয়ারি রাত ১২টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার দেউন্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতদলের কবলে পড়েন মহসিন মিয়া। পরে ঘটনাস্থলের পাশেই তার লাশ উদ্ধার কর হয়। এ ঘটনার দুইদিন পর শায়েস্তাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম থানায় একটি মামলা দায়ের করেছিলেন। মামলা দায়েরের তিন মাস পেরিয়ে গেলেও মৃতু নিয়ে ধোঁয়াশা কাটেনি।

    জানা যায়নি কিভাবে তার মৃতু হয়েছে অথবা কেউ হত্যা করে থাকলে তারা কে বা কারা? ব্যাপারে সঠিক তদন্তের দাবি উঠেছে।

    নিহতের সহোদর জুয়েল মিয়া বলেন, ‘আমরা তিনমাস পরও জানতে পারিনি কে হত্যাকারী? পরিবারের লোকজন হতাশ হয়েছেন। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের দাবি জানাচ্ছি।

    এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল আজিজ বললেন, এখন পর্যন্ত মামলার যে অগ্রগতি তা হতাশাব্যাঞ্জক, ডাকাতি ছাড়াও এ ঘটনার পেছনে অন্য কোন রহস্য থাকতে পারে। তা প্রশাসনের খতিয়ে দেখা উচিৎ।

    শায়েস্তাগঞ্জ ব্যবসায়ীকল্যাণ সমিতির সহ সভাপতি ইয়াসির খান বলেন, মহসিন হত্যার রহস্য উদঘাটন করতে হবে। এ দাবিতে আমরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদানসহ নানা কর্মসূচি পালন করব।

    শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বলেন, মারা যাওয়া মহসিন মিয়ার পরিবারের পক্ষ থেকে কোন মামলা দায়ের করা হয়নি, পুলিশ মামলা করে ইতোমধ্যে সাত জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে। একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…