এইমাত্র
  • হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার
  • সোমবার হাদিকে থাইল্যান্ডে নিতে চায় তার পরিবার
  • আবারও রাজধানীতে বাসে আগুন
  • প্রধান উপদেষ্টাকে ফোন করে শোক জানালেন জাতিসংঘ মহাসচিব
  • সেই ফয়সালের সই করা বিপুল চেকসহ আটক ৩
  • সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে
  • কুড়িগ্রামের দুই সেনাসদস্য সুদানে শহিদ, ‘নীরব হওয়ার’ শেষ বার্তা শান্তর
  • বুদ্ধিজীবীদের স্মরণে সাকিব-লিটনের পোস্ট
  • ছোট পুঁজি নিয়েও পাকিস্তানকে হেসে-খেলে হারাল ভারত
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

    গাজী গোফরান, স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম) প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৫:৩২ পিএম
    গাজী গোফরান, স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম) প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৫:৩২ পিএম

    মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন

    গাজী গোফরান, স্টাফ করেসপন্ডেন্ট (চট্টগ্রাম) প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৫:৩২ পিএম

    আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান এবং ৭১ টিভির মালিক মোস্তফা কামালের দায়ের করা ‘মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ মামলা প্রত্যাহারের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

    শনিবার (২৬ এপ্রিল) দুপুর ১২টায় 'আমার দেশ' পাঠকমেলার উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন আমার দেশ পত্রিকার চট্টগ্রাম আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি এবং সঞ্চালনা করেন ব্যুরো প্রধান সোহাগ কুমার বিশ্বাস।

    মানববন্ধনে বক্তারা বলেন, “স্বাধীন সাংবাদিকতার ওপর ধারাবাহিক আঘাতের অংশ হিসেবে সরকারের প্রত্যক্ষ মদদপুষ্ট মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল মিথ্যা মামলা দায়ের করেছেন। এটি স্বাধীন মত প্রকাশের বিরুদ্ধে নগ্ন হস্তক্ষেপ এবং একটি ভয়ঙ্কর দৃষ্টান্ত স্থাপন করতে পারে। আমরা এ চক্রান্তের তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানাই।”

    বক্তারা আরও বলেন, 'আমার দেশ' পত্রিকা শুরু থেকেই নিরপেক্ষ ও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে জনগণের সত্য জানার অধিকার নিশ্চিত করে আসছে। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের কারণেই দীর্ঘদিন ধরে পত্রিকাটির ওপর নানামুখী নিপীড়ন চালানো হচ্ছে।

    মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকরা অবিলম্বে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেবেন বলেও হুঁশিয়ারি দেন। মানববন্ধনে পেশাজীবী, আইনজীবী, পাঠক সমাজ এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও সংহতি প্রকাশ করেন।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…