এইমাত্র
  • রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রবেশদ্বার
  • হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • ‘হাদীর উপর হামলাকারীরা সীমান্ত ব্যবহার করে পালানোর তথ্য নিশ্চিত নয়’
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সিরাজদিখানে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাঙচুর

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৬:২০ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৬:২০ পিএম

    সিরাজদিখানে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে আহত ১০, বাড়িঘর ভাঙচুর

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৬:২০ পিএম

    মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। শনিবার (২৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের উত্তর ইসলামপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

    আহতরা হলেন আশ্রাফ আলী (৪৫) ও তার ছেলে হৃদয় (১৫), মামাতো বোন সুরাইয়া আক্তার (২০), তাছলিমা বেগম (৩০), জাহিদ (১৮), আয়নাল (৪৫)সহ মোট ১০ জন। গুরুতর আহত আশ্রাফ আলী, তার ছেলে হৃদয় ও সুরাইয়া আক্তারকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

    পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে উত্তর ইসলামপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে মো. ফয়সালের (৩৮) ছেলে সজিবের (১৬) সঙ্গে আশ্রাফ আলীর ছেলে হৃদয় (১৫) এর কথাকাটাকাটি হয়। এর জের ধরে শনিবার দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হন এবং ৩টি বাড়িঘর ভাঙচুর করা হয়।

    কেয়াইন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য বেলায়েত হোসেন রাজু জানান, সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে।

    আহত আশ্রাফ আলীর স্ত্রী রিনা বেগম অভিযোগ করে বলেন, ‘ফয়সাল ও তার লোকজন আমার স্বামী, ছেলে এবং দেবরদের ওপর বটি দিয়ে কুপিয়েছে এবং বাড়িঘর ভাঙচুর করে।’

    তবে অভিযোগ অস্বীকার করে মো. ফয়সাল বলেন, ‘আমরা কাউকে মারিনি বা বাড়িঘর ভাঙচুর করিনি। তৃতীয় পক্ষ সুযোগ নিয়ে ঘটনা ঘটিয়েছে।’

    সিরাজদিখান থানার ওসি শাহেদ আল মামুন বলেন, ‘দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

    এসকে/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…