এইমাত্র
  • লোহাগাড়ায় ইটভাটায় অভিযান-জরিমানা
  • নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি
  • আজও হাত মেলায়নি ভারত-পাকিস্তান
  • মিরসরাইয়ে জুলাই যোদ্ধা তাহমিদ হত্যায় ছাত্রদল কর্মী গ্রেপ্তার
  • নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ
  • এবার হলিউডে নাম লেখালেন রোনালদো!
  • আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটারকে
  • মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা, হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক: চিকিৎসক
  • হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেয়ার পরিকল্পনা হচ্ছে: চিকিৎসক
  • মেসিকে ‘দখলে’ নিতে দুই মন্ত্রীর দ্বন্দ্বে স্টেডিয়ামে বিশৃঙ্খলা
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    ধামইরহাটে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৩:৪৬ পিএম
    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৩:৪৬ পিএম

    ধামইরহাটে যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

    উপজেলা করেসপন্ডেন্ট প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৩:৪৬ পিএম

    নওগাঁর ধামইরহাটে যৌতুকের টাকা না পেয়ে শোভা আক্তার নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুর বাড়ি পরিবারের সদস্যদের বিরুদ্ধে। বর্তমানে নির্যাতিত ওই গৃহবধূ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

    গত ২৪ এপ্রিল সন্ধ্যা ৭টায় উপজেলার হরিতকীডাঙ্গা মহব্বতপুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে। শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় গৃহবধূর পিতা বাদি হয়ে থানায় মেয়ের জামাই মো. ইসতিয়াক আহমেদ, মেয়ের শ্বশুর আব্দুল জলিল ও শ্বাশুড়ি রিনা বেগমের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

    অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার জাহানপুর ইউনিয়নের কোকিল এলাকার নবিবর রহমানের মেয়ে শোভা আক্তার (২৩) এবং হরিতকীডাঙ্গা মহব্বতপুর এলাকার আব্দুল জলিলের ছেলে ইসতিয়াক আহমেদ (২৭) এর সহিত পারিবারিক ভাবে বিবাহ হয়। বর্তমানে ওই দম্পত্তির ঘরে দুই বছরের এক পুত্র সন্তান রয়েছে। মেয়ের বিয়ের পরে মেয়ের বাবা নবিবর রহমান তার মেয়ে জামাইকে নগদ ১ লক্ষ ৩০ হাজার টাকা এবং আরও ১ লক্ষ টাকা মুল্যের ঘরের বিভিন্ন আসবাবপত্র দিয়ে থাকে। এমন্তবস্থায় তারা আবারও মেয়ের বাবার নিকট ২ লক্ষ ৫০ হাজার টাকা দাবি করলে অসহায় মেয়ের বাবা নবিবর রহমান তা দিতে অপারগতা স্বীকার করেন।

    তারই প্রেক্ষিতে গত ২৪ এপ্রিল সন্ধ্যায় যৌতুকের টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে গৃহবধূকে বেধরক মারধর করে। মেয়ের নির্যাতনের খবর পেয়ে মেয়ের বাবা ঘটনাস্থলে গেলে মেয়ে জামাই তার শ্বশুর নবিবর রহমানকে ও মারধর করে। পরে স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

    ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, বিষয়টি নিয়ে তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…