এইমাত্র
  • হানিমুন বাদ দিয়ে টিকিট কেটেছিলেন মেসিকে দেখতে, বিশৃঙ্খলায় সব পণ্ড
  • লোহাগাড়ায় ইটভাটায় অভিযান-জরিমানা
  • নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি
  • আজও হাত মেলায়নি ভারত-পাকিস্তান
  • মিরসরাইয়ে জুলাই যোদ্ধা তাহমিদ হত্যায় ছাত্রদল কর্মী গ্রেপ্তার
  • নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ
  • এবার হলিউডে নাম লেখালেন রোনালদো!
  • আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটারকে
  • মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা, হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক: চিকিৎসক
  • হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেয়ার পরিকল্পনা হচ্ছে: চিকিৎসক
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    শিক্ষাঙ্গন

    প্রমোশনের বোর্ড গঠনসহ তিন দফা নিয়ে অবস্থান কর্মসূচী হাবিপ্রবির প্রভাষকদের

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৪:১৫ পিএম
    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৪:১৫ পিএম

    প্রমোশনের বোর্ড গঠনসহ তিন দফা নিয়ে অবস্থান কর্মসূচী হাবিপ্রবির প্রভাষকদের

    ক্যাম্পাস প্রতিনিধি প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৪:১৫ পিএম

    তিন দফা দাবিতে কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রভাষকগণ।

    রবিবার (২৭ এপ্রিল) বেলা ১২ টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটকের সামনে সমবেত হয়ে প্রভাষকগণ তাঁদের তিন দফা দাবি উত্থাপন করেন।

    উল্লেখিত দাবিসমূহ হলো -

    ১) নারী প্রভাষকসহ সকল প্রভাষকদের সাথে দুর্বব্যবহার ও মিথ্যাচারের জন্য উপাচার্যকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

    ২) আগামী ১৫ই মে এর মধ্যে প্রমোশন বোর্ড শুরু করে দ্রুত প্রমোশন দিতে হবে।

    ৩) ডিউ ডেট থেকে আর্থিক সুবিধা (এরিয়া) প্রদান করতে হবে।

    এ বিষয়ে কর্মবিরতি পালনরত একজন প্রভাষক বলেন, আজকে আমরা ভিসি স্যারের কাছে গিয়েছিলাম আমাদের কিছু বিষয় জানার জন্য যে আমাদের প্রমোশনের কি অবস্থা ও কাগজপত্র মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে কিনা। এর আগে আমাদের জানানো হয়েছিল ২৪ তারিখের মধ্যে কাগজপত্র পাঠানো হবে। সে অনুযায়ী আমরা আজ আপডেট নিতে গিয়েছিলাম যে কাগজপত্র পাঠানো হয়েছে কিনা। প্রথমে আমাদের বাধা দেওয়া হয়েছে, উপাচার্যের কক্ষে ঢুকতে দেওয়া হয়নি। পরবর্তীতে আমরা অনুমতি পাই এবং যখন ভিতরে প্রবেশ করি আমাদের কাছে কোন কিছু শুনতে না চেয়েই আমাদের সাথে একরকম রূঢ় আচরণ করা হয়েছে। সবকিছু মিলিয়ে আমাদের কাছে মনে হয়েছে স্যার আমাদের সাথে যথেষ্ট দুর্ব্যবহার করেছেন। লেকচারার হিসেবে আমরা এটা কখনোই আশা করিনা। সেটার প্রেক্ষাপটেই আমরা আজ আমাদের কিছু দাবি নিয়ে এখানে বসা।

    এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এনামউল্যার সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হন নি।

    উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বর মাসে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন ৬২ জন শিক্ষক। নিয়ম অনুযায়ী গত বছরের নভেম্বরেই শিক্ষকগণ সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি পাওয়ার যোগ্যতা অর্জন করেন। বোর্ড গঠন না হওয়ায় ৫ মাস ধরে আটকে আছে তাদের প্রমোশন। এছাড়াও নানা কারণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখার কর্মকর্তাদেরও প্রমোশন আটকে আছে বলে জানা যায়।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…