এইমাত্র
  • পুরো আইপিএলের জন্য এনওসি পাবে মুস্তাফিজ, তবে
  • নভেম্বরে ৫৩৪টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮৩ ও আহত ১৩১৭ জন
  • ছয় মাসের মাথায় চাকরি হারালেন আনচেলত্তি
  • নিকুঞ্জের সামনে ট্রাক উল্টে এয়ারপোর্ট রোডে তীব্র যানজট
  • রাজধানী থেকে এনসিপি নেত্রীর মরদেহ উদ্ধার
  • খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ব্রিফিং করবেন ব্যক্তিগত চিকিৎসক
  • ভারতীয় ভিসা সেন্টার চালু
  • মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল
  • যেসব এলাকায় আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
  • মালয়েশিয়ার অভিযানে ৭২ বাংলাদেশিসহ আটক ৪০২ জন
  • আজ বৃহস্পতিবার, ৪ পৌষ, ১৪৩২ | ১৮ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    বিদ্যুতের জাতীয় গ্রিডের বিপর্যয়কে নাশকতা সন্দেহে তদন্ত কমিটি

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৮:৪১ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৮:৪১ পিএম

    বিদ্যুতের জাতীয় গ্রিডের বিপর্যয়কে নাশকতা সন্দেহে তদন্ত কমিটি

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৮:৪১ পিএম

    বরিশাল ও খুলনায় শনিবার বিদ্যুতের গ্রিড বিপর্যয়ের কারণ খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুয়েটের উপ-উপাচার্য ড. আব্দুল হাসিব চৌধুরীকে প্রধান করে আট সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে। সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

    রোববার (২৭ এপ্রিল) বিদ্যৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান উপদেষ্টা ফাওজুল কবির খান।

    উপদেষ্টা বলেন, একটা ফল্ট হলো। এর ফলে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো বিচ্ছিন্ন হয়ে গেলো। পরে ভেড়ামারা বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ দেওয়া শুরু করলো। ৪০ মিনিটের মধ্যে বিদ্যুতের ব্যবস্থা করা হলো।

    গতকালের ঘটনায় সাতটা পাওয়ার প্ল্যান্ট বন্ধ হয়েছে বলে জানান ফাওজুল কবির খান। তিনি বলেন, এগুলোর বেশিরভাগই কয়লাচালিত বিদ্যুৎ কেন্দ্র। এগুলো একবার বন্ধ হয়ে গেলে চালু হতে সময় লাগে।

    এছাড়া গতকাল শনিবার বিকেলে বিদ্যুৎ সরবরাহ বিঘ্ন হওয়ায় মেট্রোরেল চলাচল বন্ধ হয়। এর কারণ খতিয়ে দেখতে অধ্যাপক শামসুল হককে প্রধান করে আরেকটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান উপদেষ্টা। শহরে ও গ্রামে সমানভাবে লোডশেডিং দেওয়া হবে এবং তা সহনীয় পর্যায়ে রাখতে চেষ্টা করা হবে বলেও জানান বিদ্যুৎ উপদেষ্টা।

    তিনি বলেন, আপনার বাড়িতে নানা কারণে বিদ্যুৎ নাও থাকতে পারে। একটা কারণ লোডশেডিং হবে। দুইটা কারণে হতে পারে, বিদ্যুৎ উৎপাদন নাই, চাচ্ছে বেশি দিতে পারছেন না। আরেকটা কারণ হলো ট্রান্সমিশনে ইয়ে করার জন্য গ্রিডের স্ট্যাবিলিটি মেইনটেইন করার জন্য লোডশেডিং হতে পারে।

    ট্রান্সমিশনসহ বিদ্যুৎ খাতের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক দুর্নীতিও ফিউজ নষ্ট হওয়া ও লোডশেডিং এর কারণ বলে উল্লেখ করেন ফাওজুল কবির খান। বলেন, আমি প্রথমেই বলছি লোডশেডিং হচ্ছে এবং হবে। এটা বুঝতে হবে অনেক সময় কারো বাড়িতে বিদ্যুৎ না থাকার কারণ ট্রান্সমিশনটা ফিউজ হয়ে যাওয়া।

    এমআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…