ভোলা-বরিশাল সেতু নির্মাণ, ভোলায় সরকারি মেডিকেল কলেজ স্থাপন ও ভোলার গ্যাস ভোলায় থাকার দাবিতে বরিশারৈ মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
রবিবার (২৮ এপ্রিল) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনের সড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অব্দুর রহমানের সভাপতিত্বে বরিশালে অধ্যয়নরত ভোলা জেলার শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, ভোলার গ্যাস ভোলা এবং বরিশালের চাহিদা মেটানোর পরে অন্য জেলায় রপ্তানী করা হোক। তাদের দাবি না মানা হলে পরবর্তীতে কঠোর আন্দোলনে যাবে।
এআই