এইমাত্র
  • হানিমুন বাদ দিয়ে টিকিট কেটেছিলেন মেসিকে দেখতে, বিশৃঙ্খলায় সব পণ্ড
  • লোহাগাড়ায় ইটভাটায় অভিযান-জরিমানা
  • নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি
  • আজও হাত মেলায়নি ভারত-পাকিস্তান
  • মিরসরাইয়ে জুলাই যোদ্ধা তাহমিদ হত্যায় ছাত্রদল কর্মী গ্রেপ্তার
  • নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ
  • এবার হলিউডে নাম লেখালেন রোনালদো!
  • আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটারকে
  • মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা, হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক: চিকিৎসক
  • হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেয়ার পরিকল্পনা হচ্ছে: চিকিৎসক
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    স্ত্রীর সংবাদ সম্মেলন: রেজাউল হত্যা মামলায় রিপনকে ফাঁসানো হচ্ছে 

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৩:৪৬ পিএম
    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৩:৪৬ পিএম

    স্ত্রীর সংবাদ সম্মেলন: রেজাউল হত্যা মামলায় রিপনকে ফাঁসানো হচ্ছে 

    বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৩:৪৬ পিএম

    যশোরে ব্যবসায়ী রেজাউল ইসলাম হত্যা মামলায় রিপন আহমেদকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছেন স্ত্রী শাহনাজ পারভীন আসমা।

    সোমবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

    লিখিত বক্তব্যে শাহনাজ পারভীন আসমা বলেন, আমার স্বামী রিপন একটি কোম্পানিতে চাকরি করতেন। কয়েক মাস আগে কোম্পানির চাকরি ছেড়ে ইন্ডিয়ান ল্যাগেজের ব্যবসা শুরু করেন। এই ব্যবসার মাধ্যমে শংকরপুর এলাকার আরেক ব্যবসায়ী রেজাউল ইসলামের সাথে পরিচয় হয়। তারা দুই জন একসাথে ব্যবসা শুরু করেন। ব্যবসায় লোকসানের কারণে দুইজনই পূঁজি হারায়। পরে মোমিন নামে এক ব্যক্তিকে দিয়ে রেজাউল ঋণ উত্তোলন করেন। কিন্তু সেই লোনের টাকা পরিশোধে ব্যর্থ হন রেজাউল। ফলে তিনি বাড়ি বিক্রি করে ঋণের টাকা পরিশোধ করেন।

    তিনি আরও বলেন, আমার স্বামী রিপন প্রায় ১ থেকে দেড় বছর আগে থেকেই বেনাপোল চলে যায়। চলতি বছরের ১৫ জানুয়ারি থেকে স্ব পরিবারে বেনাপোলে গিয়ে ভাড়াবাড়িতে বসবাস করছি। ব্যবসায় লোকসান হওয়ার পর থেকে রিপন ও রেজাউল একসাথে চলাফেরা বন্ধ করে দেয়। তবে মাঝে-মধ্যে সবুজ নামে একজনের মোটরসাইকেলে করে রেজাউল বেনাপোলে গিয়ে রিপনের কাছ থেকে খাদ্য সামগ্রীসহ প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসতেন। যাতায়াতের মধ্যে সবুজের সাথে রিপনের পরিচয় হয়। বেনাপোলে ব্যবসায় লাভবান না হওয়ায় রিপন রবি' সীম কোম্পানিতে চাকরি শুরু করেন। এরই মধ্যে একদিন আমাদের মোবাইলে ফোন করে রেজাউলের স্বজনরা তার খোঁজখবর নেয়। তখন সন্ধান জানিনা বলে জানিয়ে দিয়েছিলাম। তারপরও রেজাউলের স্ত্রী মমতাজ বেগম যশোর কোতোয়ালি থানায় রিপনকে সন্দেহ করে জিডি করেন। রিপন ষড়যন্ত্রের বিষয়টি বুঝতে পেরে গত ২৫ মার্চ থানায় পাল্টা জিডি করেন। ২৮ মার্চ এস আই চঞ্চল কুমার বিশ্বাস আমাদেরকে থানায় ডেকে নেন। ফলে সেদিন আমরা যশোরে অবস্থান করি। আর ঈদের তৃতীয় দিন আমার যশোরে বাবার বাড়ি বেড়াতে এসে পরেরদিন বেনাপোল ফিরে গিয়েছিলাম।

    শাহনাজ পারভীন আসমা আরও বলেন, এর আগে রেজাউল নিখোঁজের ঘটনায় আমার স্বামীর নামে জিডি করার দুইদিন পরে এসআই চঞ্চল কুমার বিশ্বাস আমাদের থানায় ডেকে নেন। সেখানে আমার স্বামীর মোবাইলের কল রেকর্ড দেখেন। কিন্তু সেখানে রিপনের কোন সংশ্লিষ্টতা না পেয়ে দারোগা বলেছিলেন রিপনকে ফাঁসানো হচ্ছে। গত ২৬ এপ্রিল আবারও ওই দারোগা আমার স্বামীকে আবারও থানায় ডাকেন। আমরা থানায় গেলে পুলিশ আমার স্বামীকে আাটকে রেখে আমাদের চলে আসতে বলেন। পরবর্তীতে জানতে পারি আমার স্বামী রিপনকে রেজাউল হত্যার মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। স্বামীকে মিথ্যা মামলা থেকে রক্ষা করার জন্য প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন শাহনাজ পারভীন আসমা।

    সংবাদ সম্মেলনে তার শিশু সন্তানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…