এইমাত্র
  • নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার
  • যমুনায় জেগে উঠেছে অসংখ্য ডুবোচর, নৌ চলাচল ব্যাহত
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • আগামীকাল সাময়িক বন্ধ থাকবে মেট্রোরেল
  • হাদি গুলিবিদ্ধের ঘটনায় গুজবে সয়লাব ফেসবুক : ফ্যাক্টওয়াচ
  • কওমী মাদ্রাসার বোর্ড পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে
  • কলম্বিয়ায় স্কুলবাস খাদে পড়ে নিহত ১৭
  • হাদির ওপর হামলায় নির্বাচনে প্রভাব পড়বে না: সিইসি
  • হাদিকে গুলি করা অভিযুক্ত মাসুদের ভারতে গিয়ে সেলফি
  • ওসমান হাদিকে গুলির ঘটনায় আরও ২ জন আটক
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    জ্বিন তাড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণ, কবিরাজ গ্রেফতার

    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৩:৫০ পিএম
    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৩:৫০ পিএম

    জ্বিন তাড়ানোর কথা বলে কিশোরীকে ধর্ষণ, কবিরাজ গ্রেফতার

    মো. নূর ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ০৩:৫০ পিএম

    দিনাজপুরের বিরামপুরে জ্বিন তাড়ানোর কথা বলে এক ক্ষুদ্র-নৃগোষ্ঠী কিশোরী (১৪) কে ধর্ষণের অভিযোগ উঠেছে সুজন ইসলাম (২৯) নামে এক কবিরাজের বিরুদ্ধে। এ ঘটনায় ওই কবিরাজকে গ্রেফতার করেছে বিরামপুর থানা পুলিশ।

    সোমবার (২৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. মমতাজুল হক।

    গ্রেফতারকৃত সুজন ইসলাম(২৯) ফুলবাড়ী উপজেলার আলাদিপুর ইউনিয়নের ভিমলপুর গ্রামের মৃত ফরমান আলীর ছেলে।

    গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার খানপুর ইউনিয়নের রতনপুর (চান্দুপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

    মামলা সূত্রে জানাযায়, গ্রেফতারকৃত সুজন ইসলাম (২৯) একজন তান্ত্রিক, ঝাড়-ফুঁ জানায় সে বিভিন্ন এলাকায় কবিরাজি চিকিৎসা করেন। মাঝে মধ্যে ওই গ্রামে মাদ্রাসার জন্য চাঁদা আদায় এবং ঝাঁড়-ফুঁ করতে আসতেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার খানপুর ইউনিয়নের রতনপুর (চান্দুপাড়া) গ্রামে আসেন। ক্ষুদ্র-নৃগোষ্ঠী কিশোরী কে দেখে তার মাকে ডেকে বলে যে, যদি তার দেওয়া পানি পড়া তার মেয়েকে পান করা হয়, তাহলে তার মেয়ের বুদ্ধিমত্তা বৃদ্ধি পাবে। জ্বীনের আঁচর হইতে রেহাই পাবে। এমন মিষ্টি কথায় ওই কিশোরীর মা তাকে সরল মনে বিশ্বাস করেন। কবিরাজকে বিশ্বাস করে ওই কিশোরীর মা পাতিলে করে পানি এনে দেন।

    পরে কবিরাজকে পাতিলে করে পানি দিলে ওই কিশোরীর মা কে আঙিনায় দাঁড় করে তার চার দিকে মাটিতে দাগ একে দেন। দাঁগ দিয়ে তাকে বলে যে,যদি এই দাগের বাহিরে বের হয় তাহলে জ্বীনেরা তাদের পরিবারে বড় ধরনের ক্ষতি করবে। একথা বলে জ্বীন তাড়ানোর কথা বলে ওই কিশোরীকে নিয়ে এক পাতিল পানি সঙ্গে নিয়ে তাদের ঘরে ঢুকেন। ঘরে ঢুকে ঘরের দরজা বন্ধ করে ১৪ বছরের ওই কিশোরীকে ধর্ষণ করেন।

    এসময় ওই কিশোরী চিৎকার করলে এলাকাবাসী এসে তাকে উদ্ধার করে। পরে ওই ব্যক্তিকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে থানায় নিয়ে যায়। এঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে বিরামপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন।

    বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, উপজেলার পল্লীতে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সুজন ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা হয়েছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…