সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১টায় ঢাকা কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় দ্যা কমরেডস ব্র্যান্ডসহ আরও অনেকে সংগীত ও কবিতা আবৃত্তি করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভীন সুলতানা হায়দার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশিষ্ঠ আইনজীবী এডভোকেট মানজুর আল মতিন, চিন্তক ও শিল্পী অরুপ রাহী, কবি অয়ন শাহ, সৈকত আমিন, জাহিদ জগৎ। এছাড়াও উপস্থিত ছিলেন কবি ও রাজনৈতিক কর্মী রাশেদ শাহরিয়ার, সাংস্কৃতিক কর্মী সুস্মিতা রায় সুপ্তি, শিল্পী অনিন্দ্য বিশ্বাস, ইলালালালা ও তুহিন কান্তি দাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ্যাডভকেট মানজুর আল মতিন বলেন, আজকে আমরা এখানে এক হয়েছি অনেক বড় এক ঐক্যের সন্ধানে। ৩৬ জুলাই বিপ্লবের মাধ্যমে এখানে বিজয় হয়েছে মাত্র। কিছুদিন আগে এক প্রোগ্রামে যাওয়ার সুযোগ হয়েছে, এখান থেকে কয়েক হাজার মাইল দূরে যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, ফিলিস্তিন, সিরিয়া, ল্যাটিন আমেরিকার দেশ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে লোকজন এসেছিল। সেখানে যখন সবার সাথে কথা হচ্ছিল আমাদের সবার অনেক কিছুই এক। আমাদের সমস্যা এক, শত্রুও এক। তবে সমস্যা হচ্ছে যে আমাদের শত্রুরা কিন্তু গোপনে গোপনে এক হয়ে তাদের কাজ চালিয়ে যাচ্ছে।
এসআর