মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে জমিতে বাধ দিতে মাটি খুঁড়তে গিয়ে বেড়িয়ে এলো মর্টার শেল।
সোমবার(২৮ এপ্রিল) সকালে আড়ালিয়া বড় বাড়ি সংলগ্ন হানিফ মিয়ার জমিতে বেকু দিয়ে বাধ দেওয়ার সময় মাটি খুড়তে এলাকাবাসীর চোখে পড়ে এই অংশ বিশেষ।
দিনভর এলাকার মানুষের মাঝে নানা কৌতুহল দেখা দিলেও পরবর্তীতে জানতে পারেন মর্টার শেল।
প্রত্যক্ষদর্শীরা জানান, আড়ালিয়া বড় বাড়ির বাসিন্দা মো: হানিফ মিয়া বাড়ি নির্মাণের জন্য ভিটি প্রস্তুতের জন্য ভেক্যু যন্ত্র দিয়ে মাটির উত্তোলণের সময় মর্টার শেলটি পাওয়া যায়। এলাকাবাসী বিষয়টি জানতে পেয়ে গজারিয়া থানা পুলিশে খবর দেয়।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার আলম আজাদ বলেন, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জননিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলে পুলিশি পাহারা বসানো হয়েছে। বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে।
এনআই