ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১১টায় ইনস্টিটিউটের সামনে শিক্ষার্থীরা উপস্থিত হয়ে সম্মেলিত কণ্ঠে স্লোগান তুলেন হয়তো ৬ দফা দাবি আদায়, নয়তো মৃত্যু।
শিক্ষার্থীরা জানান, কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আজ কমপ্লিট শাটডাউনের ঘোষণা করেন। যার পরিপেক্ষিতে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট কনপ্লিট শাটডাউন দেয়া হয়। এসময় সকল গেইটে তালাবদ্ধ করেন শিক্ষার্থীরা।
৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের শাটডাউন কর্মসূচি চলবে। আমাদের যৌক্তিক দাবির বিষয়ে সরকার কর্ণপাত করছে না। দাবি আদায় না পর্যন্ত সকল ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। দাবি আদায় করেই আমরা ক্যাম্পাসে ফিরবো।
এইচএ