এইমাত্র
  • ওসমান হাদির মৃত্যুতে শনিবার রাষ্ট্রীয় শোক ঘোষণা
  • ওসমান হাদি বলেছিলেন 'মৃত্যুর ফয়সালা জমিনে নয়, আসমানে হয়'
  • শাহবাগ অবরোধ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা
  • হাদির খুনিদের ফিরিয়ে না দেয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে: সারজিস
  • কিছুক্ষণের মধ‍্যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
  • ’বিপ্লবী ওসমান হাদিকে মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করুন’
  • হাদির মৃত্যুতে তারেক রহমানের শোক
  • ওসমান হাদির মরদেহ দেশে আনা হবে শুক্রবার
  • রুমীর রহস্যজনক মৃত্যু নিয়ে যা বলল এনসিপি
  • ’আবরার ফাহাদ-আবু সাঈদের কাতারে যুক্ত হলেন ওসমান হাদি’
  • আজ বৃহস্পতিবার, ৪ পৌষ, ১৪৩২ | ১৮ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    ভারতে মন্দিরের দেয়াল ধসে ৮ জনের মৃত্যু

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০১:৪৬ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০১:৪৬ পিএম

    ভারতে মন্দিরের দেয়াল ধসে ৮ জনের মৃত্যু

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০১:৪৬ পিএম
    সংগৃহীত ছবি

    ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে একটি মন্দিরের দেয়াল ধসে ৮ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

    বুধবার (৩০ এপ্রিল) ভোরে অন্ধ্রপ্রদেশের সিংহচলম মন্দিরের নবনির্মিত একটি প্রাচীর ধসে এই হতাহতের ঘটনা ঘটে।

    এনডিটিভির খবরে বলা হয়, বুধবার ভোরে সিংহচলমে শ্রী বরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে চন্দনোৎসবম উৎসবের সময় ২০ ফুট দীর্ঘ দেয়ালের একটি অংশ ধসে পড়ে। এতে ভক্তদের মধ্যে ৮ জন মারা গেছেন। মন্দিরটিতে বার্ষিক চন্দনোৎসবম উৎসব উপলক্ষে ভক্তরা দেবতার ‘নিজরূপ’ দর্শনের জন্য সারিবদ্ধভাবে অপেক্ষা করছিলেন। এ সময় আকস্মিকভাবে দেয়ালটি ধসে পড়ে।

    দুর্ঘটনার পরপরই জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী (এনডিআরএফ) স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিক উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করে।

    ঘটনার পরপরই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গলাপুদি অনিতা ঘটনাস্থলে যান। তিনি জানান, গত রাতে প্রবল বৃষ্টির কারণে দেয়ালটি ভিজে গিয়েছিল। ভক্তদের চাপের কারণে দেয়ালটি ধসে পড়ে।

    এই ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সমবেদনা প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। তিনি দেয়াল ধসে নিহতদের পরিবারকে দুই লাখ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সহায়তার ঘোষণা দেন।

    জানা গেছে, টিকিটের বিনিময়ে মন্দিরে এই বিশেষ দর্শনের সুযোগ পাচ্ছিলেন ভক্তরা। ৩০০ টাকা দিয়ে তারা দেবতা দর্শনের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন।

    প্রতিবছর চন্দনোৎসবের সময় দেবতা শ্রী বরাহ লক্ষ্মী নৃসিংহ স্বামী তার আসল রূপে (নিজারোপা) ভক্তদের কাছে প্রকাশিত হন।

    সাধারণত সারা বছর ধরে প্রতিমাটি ঢেকে রাখা হয় চন্দনের প্রলেপ দিয়ে। বছরে একবার চন্দনের প্রলেপ সরিয়ে নৃসিংহ স্বামীকে ভক্তদের কাছে তার আসল রূপ দেখানো হয়। এই বিশেষ মুহূর্ত হাজার হাজার ভক্তের কাছে অত্যন্ত শুভ এবং মঙ্গল বলে বিবেচিত হয়। এই দৃশ্য দেখার জন্য হাজার হাজার ভক্ত মন্দিরে জড়ো হয়েছিলেন।

    এমআর-২

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…