সিরাজগঞ্জের কাজীপুরের মেঘাই বাজারে টিনের চাল কেটে দোকানে চুরির রহস্য উদঘাটন হয়েছে। এই ঘটনায় চার চোর গ্রেফতার ও চুরি যাওয়া ৩১টি মোবাইল ফোন উদ্ধার করেছে কাজীপুর থানা পুলিশ।
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম।
গ্রেফতারকৃতরা হলেন সিরাজগঞ্জ সদরের মাহমুদপুর এলাকার আব্দুল আজীজের পুত্র জিম শেখ (২১), গাজীপুরের কোনাবাড়ী এলাকার ছানু মোল্লার পুত্র জোবায়ের মোল্লা (২৭), কাজীপুরের সিন্দুরআঁটা গ্রামের ইলিন তালুকদারের পুত্র মোফাজ্জ্বল হোসেন (৪৬) ও একই উপজেলার ভেটুয়া জগন্নাথপুর গ্রামের রুবেল তালুকদারের পুত্র নয়ন তালুকদার (২২)।
থানা সূত্রে জানা গেছে, গত ২০ মার্চ রাতে কাজীপুরের মেঘাই পুরাতন বাজারের একটি মোবাইল ফোনের দোকান ও একটি ওষুধের দোকানে টিনের চাল কেটে চুরির ঘটনা ঘটে। এ সময় ২০০ পিচ বাটন মোবাইল ফোন ও ওষুধের দোকানের ক্যাশবাক্স থেকে নগদ চল্লিশ হাজার টাকা চুরি হয়। এ ঘটনায় গত ২৬ এপ্রিল দোকান মালিক মোহাম্মদ আলী কাজীপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা কাজীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এ.বি সিদ্দিক জানান, 'তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রথমে জিম শেখকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যে গত মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে অপর তিন জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ৩১টি চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের মধ্যে দুই জনের মোবাইল ফোনের দোকান রয়েছে।'
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, 'গত ২৬ এপ্রিল কাজীপুর থাকায় এক দোকান মালিক বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। প্রথমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে একজনকে গ্রেফতার করা হয়। পরে তার দেয়া তথ্যে অন্যান্যদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আজ বুধবার দুপুরে সিরাজগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে।'