জামালপুরে নাশকতা মামলায় মেলান্দহ উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে জামালপুর শহরের কাচারিপাড়া একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের (ওসি) মো. নাজমুস সাকিব জানান, গোগন সংবাদের ভিত্তিতে শহরের কাচারিপাড়ার একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে জামালপুর শহরের কাছারিপাড়ায় একটি বাসায় থাকতেন।
তিনি আরো জানান, কামরুজ্জামানের নামে তিনটি নাশকতার মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামন ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত নৌকা প্রতীকের নির্বাচন করে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
এসআর