এইমাত্র
  • রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধার পর খুলে দেওয়া হবে স্মৃতিসৌধের প্রবেশদ্বার
  • হাসিনা-কামালের আমৃত্যু কারাদণ্ড বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল
  • কাজিপুরে মানসিক ভারসম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
  • সিরাজগঞ্জে শ্লীলতাহানির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার
  • গভীর রাতে কৃষকের গরু জবাই করে রেখে গেছে দুর্বৃত্তরা
  • খড়ের আড়ালে চোলাই মদ পাচারের চেষ্টা, আগুন দিল জনতা
  • ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়েছে এয়ার অ্যাম্বুলেন্স
  • ‘হাদীর উপর হামলাকারীরা সীমান্ত ব্যবহার করে পালানোর তথ্য নিশ্চিত নয়’
  • সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন হাদি
  • বকশীগঞ্জের এক স্কুলেরই ৬৬ ছাত্র বীর মুক্তিযোদ্ধা
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    বরিশালে মে দিবসে বাস চাপায় শ্রমিক নেতা নিহত

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১ মে ২০২৫, ০৬:০৪ পিএম
    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১ মে ২০২৫, ০৬:০৪ পিএম

    বরিশালে মে দিবসে বাস চাপায় শ্রমিক নেতা নিহত

    আরিফ হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট (বরিশাল) প্রকাশ: ১ মে ২০২৫, ০৬:০৪ পিএম

    বরিশাল-ঢাকা মহাসড়কে বাস চাপায় মোঃ মানিক গাজী (৫৫) নামে এক শ্রমিক দলের নেতা নিহত হয়েছেন।

    বৃহস্পতিবার (০১ মে) দুপুর ২ টার দিকে উজিরপুর উপজেলার সোঁনার বাংলা নামক স্থানে এ ঘটনা ঘটে। যার প্রতিবাদে প্রায় আধঘণ্টা মহাসড়কটি অবরোধও রাখে স্থানীয়রা, পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

    নিহত মোঃ মানিক গাজী (৫৫) উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি এবং ওটরা গ্রামের আব্দুল হক গাজীর ছেলে।

    নেতাকর্মীরা জানান, সকালে মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে ইচলাদী বাসস্ট্যান্ডে আয়োজিত র‍্যালিতে অংশ গ্রহন করেন মো: মানিক গাজী। এরপর উপজেলা শ্রমিক দলের নেতা কর্মীদের সাথে গিয়ে বরিশাল জেলা শ্রমিক দলের আয়োজিত র‍্যালিত অংশ গ্রহণ করেন। র‍্যালিতে অংশগ্রহণ শেষে নেতা কর্মীদের নিয়ে উজিরপুরের সোঁনার বাংলা বাজারে উপস্থিত হয়।

    স্থানীয়রা জানান, সোঁনার বাংলা বাজার সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়ক পার হওয়ার সময় মানিক গাজী ঢাকা থেকে বরিশালগামী হানিফ পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে সে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে শ্রমিক দলের অন্য নেতাকর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    এদিকে বাসটি মানিক গাজীকে ধাক্কা দিয়ে পালিয়ে গেলে স্থানীয়রা ধাওয়া করে বাবুগঞ্জের নতুন হাট এলাকা থেকে আটক করে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। অপরদিকে শ্রমিক নেতার অকাল মৃত্যুতে উপজেলা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এমনকি মানিক গাজীর মৃত্যুর খবরে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভও করে স্থানীয়রা।

    বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান বলেন, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘাতক বাসটিকে আটক করা গেলেও তার চালক ও হেলপার পালিয়েছে। এদিকে নিহতের মরদেহ হাসপাতালে রয়েছে।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…