এইমাত্র
  • হানিমুন বাদ দিয়ে টিকিট কেটেছিলেন মেসিকে দেখতে, বিশৃঙ্খলায় সব পণ্ড
  • লোহাগাড়ায় ইটভাটায় অভিযান-জরিমানা
  • নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি
  • আজও হাত মেলায়নি ভারত-পাকিস্তান
  • মিরসরাইয়ে জুলাই যোদ্ধা তাহমিদ হত্যায় ছাত্রদল কর্মী গ্রেপ্তার
  • নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ
  • এবার হলিউডে নাম লেখালেন রোনালদো!
  • আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটারকে
  • মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা, হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক: চিকিৎসক
  • হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেয়ার পরিকল্পনা হচ্ছে: চিকিৎসক
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    “ঘামে গড়া দালানেই পিষে মরে শ্রমিক” ময়মনসিংহে সংহতি সমাবেশে বক্তারা

    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ১ মে ২০২৫, ০৭:০৫ পিএম
    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ১ মে ২০২৫, ০৭:০৫ পিএম

    “ঘামে গড়া দালানেই পিষে মরে শ্রমিক” ময়মনসিংহে সংহতি সমাবেশে বক্তারা

    রবিউল আউয়াল, ময়মনসিংহ প্রতিনিধি প্রকাশ: ১ মে ২০২৫, ০৭:০৫ পিএম

    মে দিবস উপলক্ষে ময়মনসিংহে সংহতি সমাবেশ করেছে "সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ। বৃহস্পতিবার (০১ মে) বিকেলে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

    সমাবেশে বক্তারা বলেন, আধুনিক সভ্যতার প্রতিটি অগ্রগতির পেছনে শ্রমিকের ঘাম জড়িয়ে আছে। কিন্তু আজও তারা বঞ্চিত, অবহেলিত। বক্তারা বলেন, “শ্রমিকের জীবন আজও আগুনে পুড়ে কিংবা দালানের নিচে চাপা পড়ে নিভে যায়। স্বাভাবিক মৃত্যুও যেন তাদের কপালে নেই।”

    সমাবেশে বক্তারা আরও বলেন, শ্রমিকের প্রাপ্য ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও জীবনমান আজও অধরা। নিম্ন মজুরি, অস্থির বাজার আর অনিশ্চয়তা ঘেরা ভবিষ্যৎ—এসব মিলিয়ে শ্রমিকের জীবনে টিকে থাকার লড়াই কখনোই শেষ হয় না।

    তাঁদের ভাষ্য, “খাবার, চিকিৎসা, বাসস্থান-এই ন্যূনতম চাহিদাগুলো পূরণ করতেই শ্রমিককে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। সন্তানদের শিক্ষার স্বপ্ন দেখা তো দূরের কথা। ফলে এক প্রজন্মের শ্রমিক হয়ে ওঠে আরেক প্রজন্মের শ্রমিক।”

    আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), দেশি-বিদেশি এনজিও, শ্রম আদালত ও সরকারের বিভিন্ন সংস্থা থাকার পরও শ্রমিকদের অবস্থার খুব একটা পরিবর্তন হয়নি বলেও মন্তব্য করেন বক্তারা। তারা বলেন, “অধিকার কেউ স্বেচ্ছায় দেয় না, তা আদায় করে নিতে হয়। তাই সংগঠিত হতে হবে, সচেতন হতে হবে। শুধু মে দিবসে নয়, সারাবছরই আওয়াজ তুলতে হবে।”

    সমাবেশে সভাপতিত্ব করেন সমাজ রূপান্তরের সভাপতি ইমতিয়াজ আহমেদ। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম আকাশ, সৈয়দ আরমান হোসেন ইমন, আবু সাইফ মুহম্মদ সাইফুল্লাহ, মো. নুর আলী চিশতি, মোহাম্মদ মাসুদ, বাসুদেব সাহা সৌরভ, রায়হান আকন্দ হৃদয়সহ প্রমুখ।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…