এইমাত্র
  • হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার
  • সোমবার হাদিকে থাইল্যান্ডে নিতে চায় তার পরিবার
  • আবারও রাজধানীতে বাসে আগুন
  • প্রধান উপদেষ্টাকে ফোন করে শোক জানালেন জাতিসংঘ মহাসচিব
  • সেই ফয়সালের সই করা বিপুল চেকসহ আটক ৩
  • সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে
  • কুড়িগ্রামের দুই সেনাসদস্য সুদানে শহিদ, ‘নীরব হওয়ার’ শেষ বার্তা শান্তর
  • বুদ্ধিজীবীদের স্মরণে সাকিব-লিটনের পোস্ট
  • ছোট পুঁজি নিয়েও পাকিস্তানকে হেসে-খেলে হারাল ভারত
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    বিনোদন

    'দর্শকের ভালোবাসা না থাকলে কাজ করতে পারতাম না'

    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ২ মে ২০২৫, ১২:৫০ পিএম
    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ২ মে ২০২৫, ১২:৫০ পিএম

    'দর্শকের ভালোবাসা না থাকলে কাজ করতে পারতাম না'

    বিনোদন প্রতিবেদক প্রকাশ: ২ মে ২০২৫, ১২:৫০ পিএম

    প্রথম সিনেমা 'ন ডরাই'-এ আয়েশা চরিত্রে অভিনয় করে দর্শক সাড়া পেয়েছিলেন সুনেরাহ বিনতে কামাল। ঈদে মুক্তি পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা 'দাগি'। এ সিনেমায় তিনি অভিনয় করেছেন বাকপ্রতিবন্ধী লিখন চরিত্রে। এ চরিত্রে অভিনয় ও অন্যান্য বিষয়ে সময়ের কণ্ঠস্বরের মুখোমুখি হন তিনি।

    দাগি সিনেমায় আপনার অভিনীত লিখন চরিত্রের প্রশংসা করছে দর্শক, এ নিয়ে আপনার অনুভূতি কেমন?

    লিখন এমন একটা চরিত্র, এমন চরিত্রে আগে থেকেই কাজ করার ইচ্ছা ছিল। এ চরিত্রে অভিনয় করার প্রস্তাব হুট করেই পেয়েছি। দাগির মতো সুন্দর গল্পে এ ধরনের চরিত্র প্লে করতে পেরেছি বলে ভালো লাগছে। যদিও আমি নারভাস ছিলাম, কারণ এত অভিজ্ঞদের সঙ্গে কাজ করছি। সব কিছু ঠিকঠাক হবে কিনা চিন্তিত ছিলাম। তবে জানতাম যে সিনেমাটি ভালো হবে। এত ভালো হবে এবং দর্শক এত প্রশংসা করবে, এটা ভাবতে পারিনি। অনেক ভালো লাগছে।

    লিখন চরিত্রে অভিনয় করতে কোনো চ্যালেঞ্জ ছিল কিনা?

    লিখন যেহেতু একটা ভিন্ন ধরনের চরিত্র। সে কথা বলতে পারে না। কোনো বাধা মানে না। সে যেটা চায় করে ফেলে। এ রকম একটা ক্যারেক্টার রপ্ত করতে নিজেকে ভাঙতে হয়েছে। আমি যে ধরনের মেয়ে, আমি কিছু একটা করার আগে দশবার চিন্তা করব যে এটার রেজাল্ট কী হবে। কিন্তু লিখন সেটা করে না। অল্প সময়ের মধ্যে দর্শককে কীভাবে চরিত্র ফিল করানো যায়, সে জিনিসগুলো শিখতে হয়েছে। আমার মনে হয়, এগুলো আমার ভবিষ্যতে কাজে দেবে।


    দাগি সিনেমায় আপনি যুক্ত হলেন কীভাবে?

    দাগিতে শিহাব শাহিন ভাই আমাকে প্রস্তাব দিয়েছিল, এ ক্যারেক্টারে অভিনয় করার জন্য। আমি প্রথমে চরিত্র সম্পর্কে জানতাম না। তখন বলেছি, গল্পটা শুনতে চাই। গল্পটা শোনার পর লিখন চরিত্রটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে। আমার কাছে এটা চ্যালেঞ্জ মনে হয়েছে যে অল্প সময়ের মধ্যে কীভাবে দর্শকের মনে জায়াগা করে নেয়া যায়। তারপর আমি শিহাব ভাইকে বলেছি, হ্যাঁ আমি এ চরিত্রে অভিনয় করব। এভাবেই দাগিতে যুক্ত হওয়া।

    'ন ডরাই'-এর আয়েশা, 'অন্তর্জাল'-এ প্রিয়াম, 'দাগি'তে লিখন চরিত্রে অভিনয় করেছেন। কোন চরিত্রে অভিনয় করে সবচেয়ে ভালো লেগেছে?

    প্রতিটা চরিত্রই আমার ফিল করে করা। চরিত্রগুলো আমার মধ্যে গেঁথে গেছে। ভালো লাগার কথা বললে আমার 'আয়েশা' চরিত্রের কথাই বলতে হবে। কারণ ন ডরাই আমার প্রথম সিনেমা। এ সিনেমার আয়শা চরিত্রে অভিনয় করেছি। এ চরিত্রের জন্য আমি অনেক সময় ও শ্রম দিয়েছি। সিনেমাটি দীর্ঘদিনের জার্নি ছিল।


    ঈদুল আজহায় আপনার একটা সিনেমা আসার কথা শুনেছি। এটা নিয়ে যদি জানাতেন।

    সিনেমা কখন মুক্তি পাবে, এগুলো অনেক কিছুর ওপর নির্ভর করে। যেমন এডিট, সেন্সর বোর্ড আরো অনেক কিছু। কোন কাজটা কখন বের হবে, এটা আসলে সত্যি আমি জানি না। এ মুহূর্তে আমি বলতে পারছি না।

    দেশের সিনেমা ভালো করছে, বিদেশের প্রেক্ষাগৃহেও মুক্তি পাচ্ছে, দর্শকসাড়াও মিলছে, বিষয়টিকে আপনি কীভাবে দেখেন?

    কোয়ালিটি সিনেমা আসছে এবং প্রেক্ষাগৃহে ভালো যাচ্ছে, এর থেকে বড় সুখবর আমাদের জন্য কিছু হতে পারে না। সেটা শুধু আমাদের আর্টিস্টদের জন্য নয়, দেশের জন্য বিরাট সুখবর। সবাই মিলে যখন একটা কাজ শতভাগ দিয়ে করে, তখন এটা ভালো করবে। এবারের ঈদের সিনেমা এর একটা উদাহরণ। এ ধারাবাহিকতা যদি থাকে, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি অনেক দূর এগিয়ে যাবে। আমাদের বাংলা সিনেমা নিয়ে আমি খুব আশাবাদী।


    আপনার ক্যারিয়ার নিয়ে ভাবনা কী?

    ক্যারিয়ার নিয়ে তেমন কিছু ভাবনা নেই। আমাদের ইন্ডাস্ট্রি এগোচ্ছে, এটা খুবই ভালো একটা দিক। ঈদে যে কয়টা সিনেমা এসেছে সবক'টিই ভালো করেছে। আর্টিস্ট হিসেবে ভালো ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে চাই। এটাই আপাতত পরিকল্পনা।

    আপনার অভিনয় পছন্দ করেন, প্রশংসা করেন, এমন দর্শকের উদ্দেশে আপনি কী বলবেন?

    যারা আমার অভিনয় পছন্দ করেছে এবং প্রশংসা করেছে, তাদের অনেক ভালোবাসা। দর্শকের ভালোবাসা না থাকলে আমি কাজ করতে পারতাম না। আমি বলব, তারা আমার জন্য দোয়া করুক, আমি যেন ফিজিক্যালি ও মেনটালি সুস্থ থাকতে পারি।

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…