এইমাত্র
  • হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার
  • সোমবার হাদিকে থাইল্যান্ডে নিতে চায় তার পরিবার
  • আবারও রাজধানীতে বাসে আগুন
  • প্রধান উপদেষ্টাকে ফোন করে শোক জানালেন জাতিসংঘ মহাসচিব
  • সেই ফয়সালের সই করা বিপুল চেকসহ আটক ৩
  • সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে
  • কুড়িগ্রামের দুই সেনাসদস্য সুদানে শহিদ, ‘নীরব হওয়ার’ শেষ বার্তা শান্তর
  • বুদ্ধিজীবীদের স্মরণে সাকিব-লিটনের পোস্ট
  • ছোট পুঁজি নিয়েও পাকিস্তানকে হেসে-খেলে হারাল ভারত
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ মে ২০২৫, ০২:৫২ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ মে ২০২৫, ০২:৫২ পিএম

    ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যেই ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল পাকিস্তান

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৩ মে ২০২৫, ০২:৫২ পিএম
    ছবি: সংগৃহীত

    ভারত-পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার আবহে নতুন করে সামরিক শক্তি প্রদর্শন করল পাকিস্তান। দেশটি আজ শনিবার জানিয়েছে, তারা মাঝারি পাল্লার একটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।

    পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের বরাতে জানা গেছে, ‘আবদালি’ নামের ওই ক্ষেপণাস্ত্রটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে ‘সিন্ধু’ নামক একটি সামরিক মহড়ায়। ক্ষেপণাস্ত্রটির সর্বোচ্চ পাল্লা ৪৫০ কিলোমিটার বলে দাবি করেছে ইসলামাবাদ।

    পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা ৪৫০ কিলোমিটার এবং এতে রয়েছে উন্নত ন্যাভিগেশন সিস্টেম ও উচ্চমানের ম্যানুভারিং ক্ষমতা। উৎক্ষেপণের মূল উদ্দেশ্য ছিল সেনা সদস্যদের প্রস্তুতি যাচাই ও ক্ষেপণাস্ত্রের প্রযুক্তিগত সক্ষমতা পরীক্ষার মাধ্যমে সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা।

    উৎক্ষেপণ কার্যক্রম প্রত্যক্ষ করেন আর্মি স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ডের কমান্ডার, স্ট্র্যাটেজিক প্ল্যানস ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের সদস্য এবং পাকিস্তানের কৌশলগত সংস্থার বিজ্ঞানী ও প্রকৌশলীরা।

    সফল উৎক্ষেপণের পর প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ, জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল সাহির শামশাদ মির্জা এবং তিন বাহিনীর প্রধানেরা সেনা সদস্য ও বিজ্ঞানীদের অভিনন্দন জানান। তারা পাকিস্তানের কৌশলগত বাহিনীর প্রযুক্তিগত দক্ষতা ও সর্বোচ্চ প্রস্তুতির ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেন।

    উল্লেখ্য, এই উৎক্ষেপণ এমন সময় হলো যখন কাশ্মীরের পাহেলগামে হামলার ঘটনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। হামলার জন্য ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করলেও, ইসলামাবাদ তা দৃঢ়ভাবে অস্বীকার করেছে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির সেনাবাহিনীকে “পূর্ণ স্বাধীনতা” দেন জবাব দেওয়ার জন্য। পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তানও সম্ভাব্য হামলার ব্যাপারে সতর্কবার্তা দিয়েছে।

    এসকে/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…