যশোরে খালা বাড়ি বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে রাইশা (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৩ মে) দুপুর পৌনে ১ দিকে শতর উপজেলার দেয়াড়া মডেল ইউনিয়নের নতুনহাটে এ ঘটনাটি ঘটে। নিহত রাইশা আরবপুর ইউনিয়নের বড় ভেকুটিয়া গ্রামের রনি আহমেদের মেয়ে ও ভেকুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।
নিহতের স্বজনরা জানিয়েছেন, শনিবার সকালে রাইশা দাদার সাথে তার খালা বাড়ি নতুনহাট গ্রামে বেড়াতে গিয়েছিলো। দুপুর কোনে পৌনে একটার দিকে খালু গাউসুল হোসেনের পুকুর পাড়ে খেলা করছিলো। এসময় অসাবধানবশত সে পুকুরের মধ্যে পড়ে যায়। এসময় লোকজন টের পেয়ে রাইশাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সাকিরুল ইসলাম জানান, হাসপাতালে পৌঁছানোর অনেক আগেই শিশু রাইশা মারা যায়।
এসআর