রাঙ্গামাটির বাঘাইছড়িতে পিছিয়ে পড়া এলাকার শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (০৩ মে) সকাল ১০টায় বটতলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাটে বাঘাইছড়ি শিক্ষা সচেতন নাগরিক সমাজের আয়োজনে এই মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় বাঘাইছড়ি পৌর বিএনপি'র সহ-সভাপতি মো. আবছার হোসেন এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি সদর পৌর বিএনপি'র সভাপতি মো. শফিউল আজম।
উক্ত অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, কাচালং সরকারি ডিগ্রি কলেজ এর সাবেক অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, STEP পদক্ষেপের নির্বহী পরিচালক আলহাজ্ব মো. ইউনুছসহ উপজেলা ও পৌর বিএনপি'র নেতাকর্মী, বৃহত্তর বটতলী এলাকার গর্নমান্য ব্যক্তি ও অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের সত্যিকার মানুষ হিসেবে তৈরির প্রয়োজনে মা–বাবাকে শিক্ষকগণের সাথে যোগাযোগ রক্ষা করে ভালো ফলাফল অর্জন ও যোগ্য নাগরিক হিসেবে সন্তানদের রাষ্ট্র ও বিশ্বকে উপহার দেয়ার জন্যে অনুরোধ জানান।
বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের হাতে মোবাইল ফোন দেয়া যাবেনা। শিক্ষার্থীরা পড়াশুনার পাশাপাশি বাকি সময়টুকু কোথায় যাচ্ছে, কি করছে সে দিকেও অভিভাবকগণ যেন খেয়াল রাখে। এছাড়াও পড়াশুনার পাশাপাশি কিভাবে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ঘটবে সেই দিকে নজর রাখতে হবে শিক্ষক ও অভিভাবকদের।
বিদ্যালয়ের সঙ্গে শিক্ষার্থীরই শুধু নয়, যোগাযোগ থাকতে হবে অভিভাবকদেরও। অভিভাবকরাও নানা পরামর্শ দিতে পারেন শিক্ষার মানোন্নয়নে। কিংবা বিদ্যালয়ের নানা অসংগতি অনেক সময় অভিভাবকদের চোখেই হয়তো ধরা পড়ে। সে জন্য বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে অভিভাবকদেরও সম্পর্ক থাকতে হবে।
এআই