এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    স্ত্রীর স্বীকৃতির দাবিতে জামায়াত নেতার বাসায় তরুণীর অনশন

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৩ মে ২০২৫, ১০:৪৪ পিএম
    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৩ মে ২০২৫, ১০:৪৪ পিএম

    স্ত্রীর স্বীকৃতির দাবিতে জামায়াত নেতার বাসায় তরুণীর অনশন

    মো. সবুজ, ভোলা প্রতিনিধি প্রকাশ: ৩ মে ২০২৫, ১০:৪৪ পিএম

    ভোলার চরফ্যাশনে স্ত্রীর স্বীকৃতির দাবিতে জামায়াত নেতার বাসায় অনশনে বসেছেন ২৫ বছর বয়সী এক তরুণী।

    শুক্রবার (০২ মে) বিকেল থেকে উপজেলার এওয়াজপুর ইউনিয়নের জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মানসুরের বাড়িতে অনশনে বসেন ওই তরুণী।

    সাইফুল্লাহ মানসুর ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত আবু তাহেরের ছেলে এবং ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক পদে আছেন। অপরদিকে অনশনে বসা তরুণী একই উপজেলার মুজিবনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা।

    ওই তরুণী জানান, সাইফুল্লাহ মানসুর তার দুঃসম্পর্কের ফুফাত ভাই। ৩ বছর আগে প্রেমের প্রস্তাব দেন সাইফুল্লাহ। পরে মুঠোফোনে কথা হয় তাদের দুজনের। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। দীর্ঘদিন সম্পর্কের পর পরিবারের অজান্তে পালিয়ে গিয়ে বিয়ে করেন দুজন। এরপর ঢাকায় গিয়ে বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন সংসার করেন তারা। পরে সাইফুল্লাহ তাকে ভাড়া বাসায় রেখে কাজের জন্য গ্রামের বাড়িতে আসেন। এ সময় থাকা খাওয়ার জন্য বিকাশে টাকা পাঠাতেন সাইফুল্লাহ মানসুর।

    তরুণী আরও বলেন, আমাকে বিয়ে করে দীর্ঘদিন সংসার করেছে সাইফুল্লাহ। এখন তার মা-বাবা আমাকে মেনে না নেওয়ায় স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করছেন। আমাকে তার পরিবার ও সে মেনে না নিলে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই।

    এদিকে ঘটনার পর থেকে গাঁ ঢাকা দেন অভিযুক্ত সাইফুল্লাহ মানসুর ও তার পরিবারের সদস্যরা। এ বিষয়ে যোগাযোগ করার জন্য মুঠোফোনে একাধিকবার কল দিলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

    চরফ্যাশন উপজেলা জামায়াতের আমীর মীর শরিফ জানান, তারা সম্পর্কে একে অপরের আত্মীয়স্বজন। ঘটনাটি ষড়যন্ত্রমূলক হতে পারে। আমরা বিষয়টি নিয়ে আলোচনায় বসব।

    লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল।

    এমআর/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…