এইমাত্র
  • হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার
  • সোমবার হাদিকে থাইল্যান্ডে নিতে চায় তার পরিবার
  • আবারও রাজধানীতে বাসে আগুন
  • প্রধান উপদেষ্টাকে ফোন করে শোক জানালেন জাতিসংঘ মহাসচিব
  • সেই ফয়সালের সই করা বিপুল চেকসহ আটক ৩
  • সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে
  • কুড়িগ্রামের দুই সেনাসদস্য সুদানে শহিদ, ‘নীরব হওয়ার’ শেষ বার্তা শান্তর
  • বুদ্ধিজীবীদের স্মরণে সাকিব-লিটনের পোস্ট
  • ছোট পুঁজি নিয়েও পাকিস্তানকে হেসে-খেলে হারাল ভারত
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    কর্ণফুলীতে হত্যা মামলায় দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৩ মে ২০২৫, ১১:৫২ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৩ মে ২০২৫, ১১:৫২ পিএম

    কর্ণফুলীতে হত্যা মামলায় দুই যুবলীগ নেতা গ্রেপ্তার

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৩ মে ২০২৫, ১১:৫২ পিএম

    চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ ওরিয়েন্টো রেস্টুরেন্ট থেকে কর্ণফুলী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক, যুবলীগের সদস্য ও এক সংগঠকসহ তিনজনকে সিএমপির চান্দগাঁও থানার পাঁচটি হত্যা ও একটি বিস্ফোরণ ও বিশেষ ক্ষমতা আইনের মামলাসহ মোট ৬ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

    শুক্রবার(২ মে) রাত ৯ টার দিকে আগ্রাবাদ ওরিয়েন্টো রেস্টুরেন্ট থেকে তাদের আটক করে ডবলমুরিং থানা পুলিশ শনিবার (৩রা মে) চান্দগাঁও থানা পুলিশ তাদের আদালতে পাঠান।

    চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বিকেল ৪ টায় বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সিএমপির চান্দগাঁও থানার বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

    ওসি আরও জানান, তার নেতৃত্বে এসআই জায়েদ আব্দুল্লাহ বিন ছরওয়ার, এসআই মো. আব্দুল কুদ্দুস, এসআই কাজী মনিরুল করিম, এসআই মো. ফয়সাল, এসআই নুরুল হাকিম ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ৩ মার্চ সকালেই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন।

    তবে স্থানীয় সূত্র ও আত্মীয়স্বজন দাবি করছেন, পুলিশ যা বলছে তা সঠিক নয়। তারা জানায়, ওই তিনজন আগ্রাবাদ জাম্বুরি পার্ক ঘুরে চৌমুহনী ওরিয়েন্টো রেস্টুরেন্টে চা খেতে গিয়ে ডবলমুরিং থানা পুলিশের হাতে আটক হন। পরে রাতেই তাদের কর্ণফুলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং সেখান থেকে চান্দগাঁও থানায় পাঠানো হয়।

    গ্রেপ্তারকৃতরা হলেন—কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ফকিরন্নিরহাট চৌধুরী বাড়ির মৃত সোলাইমান চৌধুরীর ছেলে মো. নুরুল হক চৌধুরী (৩২), শিকলবাহা ইউনিয়নের মাস্টারহাট এলাকার আবুল খায়ের সওদাগরের বাড়ির মৃত মো. শফিকের ছেলে মো. ইকবাল হোসেন (৪২), এবং জুলধা ইউনিয়নের মালেক সুফীর বাড়ির মৃত এয়াকুব আলীর ছেলে মো. জামাল (২৮)।

    স্থানীয়রা জানান, নুরুল হক জুলধা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি, সাবেক ইউপি সদস্য এবং যুবলীগের সক্রিয় সদস্য। ইকবাল হোসেন যুবলীগের কর্ণফুলী উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এবং জামাল একজন সক্রিয় সংগঠক।

    তথ্যসূত্রে জানা গেছে, নুরুল হক ও ইকবাল হোসেন কে চান্দগাঁও থানার হত্যা মামলা নং-১২, ১৫, ১৮, ২২, ২৬-এ গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়াও সংগঠক জামাল কে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক আইনে চান্দগাঁও থানার ১৭ নম্বর মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

    মামলার একাধিক এজাহারে বলা হয়েছে, গত বছরের জুলাই মাসে নগরীর বহদ্দারহাট মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালান অভিযুক্তরা। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি, কারণ বিষয়টি এখনও তদন্তাধীন।

    কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, 'গতরাতে ডবলমুরিং থানা পুলিশ কর্ণফুলী যুবলীগের তিন যুবককে আটক করে আমাদের কাছে হস্তান্তর করে। পরে আমরা তাদের চান্দগাঁও থানায় পাঠিয়েছি।'


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…