এইমাত্র
  • হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার
  • সোমবার হাদিকে থাইল্যান্ডে নিতে চায় তার পরিবার
  • আবারও রাজধানীতে বাসে আগুন
  • প্রধান উপদেষ্টাকে ফোন করে শোক জানালেন জাতিসংঘ মহাসচিব
  • সেই ফয়সালের সই করা বিপুল চেকসহ আটক ৩
  • সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে
  • কুড়িগ্রামের দুই সেনাসদস্য সুদানে শহিদ, ‘নীরব হওয়ার’ শেষ বার্তা শান্তর
  • বুদ্ধিজীবীদের স্মরণে সাকিব-লিটনের পোস্ট
  • ছোট পুঁজি নিয়েও পাকিস্তানকে হেসে-খেলে হারাল ভারত
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    চুরির সন্দেহে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, হাসপাতালে মা

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৪ মে ২০২৫, ০২:২৮ এএম
    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৪ মে ২০২৫, ০২:২৮ এএম

    চুরির সন্দেহে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, হাসপাতালে মা

    শাহীন মাহমুদ রাসেল, স্টাফ করেসপন্ডেন্ট (কক্সবাজার) প্রকাশ: ৪ মে ২০২৫, ০২:২৮ এএম

    কক্সবাজারের পেকুয়ায় টাকা চুরির সন্দেহকে কেন্দ্র করে এহসানুল করিম (১৭) নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

    শনিবার (৩ মে) রাত ৮টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের টেকঘোনা পাড়া এলাকার বেড়িবাঁধে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ সময় ছেলেকে রক্ষা করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হন তার মা রেহেনা আক্তার (৩৮)।

    নিহত এহসানুল করিম রাজাখালী ইউনিয়নের মাঝির পাড়ার বাসিন্দা মৃত জাকের উল্লাহর ছেলে।

    স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় এহসান ও তার মা বাঁশ কিনে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে টেকঘোনা পাড়ার আমির হোসেনের বাড়ির সামনে পৌঁছালে স্থানীয় কিশোর জুনাইদ তাদের পথরোধ করে। পূর্বের একটি টাকা চুরির ঘটনা নিয়ে দুজনের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে জুনাইদ সঙ্গে থাকা ছুরি দিয়ে এহসানের বুকের দিকে আঘাত করেন। ছেলেকে বাঁচাতে গেলে মা রেহেনা আক্তারও হামলার শিকার হন।

    স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মা-ছেলেকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এসময় চিকিৎসক এহসানকে মৃত ঘোষণা করেন। তার মা রেহেনা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

    স্থানীয়রা জানিয়েছেন, এহসান ও জুনাইদ পূর্বে একে অপরের বন্ধু ছিলেন। কয়েকদিন আগে এহসানের বাড়িতে টাকা চুরির ঘটনা ঘটে, যার জন্য জুনাইদ তাকে সন্দেহ করতেন। সেই সন্দেহ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

    এ বিষয়ে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, “ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত কিশোর জুনাইদ পলাতক রয়েছেন। পুলিশ তাকে আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…