এইমাত্র
  • হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে সোমবার
  • সোমবার হাদিকে থাইল্যান্ডে নিতে চায় তার পরিবার
  • আবারও রাজধানীতে বাসে আগুন
  • প্রধান উপদেষ্টাকে ফোন করে শোক জানালেন জাতিসংঘ মহাসচিব
  • সেই ফয়সালের সই করা বিপুল চেকসহ আটক ৩
  • সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে
  • কুড়িগ্রামের দুই সেনাসদস্য সুদানে শহিদ, ‘নীরব হওয়ার’ শেষ বার্তা শান্তর
  • বুদ্ধিজীবীদের স্মরণে সাকিব-লিটনের পোস্ট
  • ছোট পুঁজি নিয়েও পাকিস্তানকে হেসে-খেলে হারাল ভারত
  • সুদানে সন্ত্রাসী হামলায় নিহত শামীমের বাড়িতে শোকের মাতম
  • আজ সোমবার, ১ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    নিখোঁজের তিনদিন পর আখ ক্ষেত থেকে শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ৪ মে ২০২৫, ১১:৪৪ এএম
    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ৪ মে ২০২৫, ১১:৪৪ এএম

    নিখোঁজের তিনদিন পর আখ ক্ষেত থেকে শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

    মিয়া রাকিবুল, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশ: ৪ মে ২০২৫, ১১:৪৪ এএম
    ফাইল ছবি

    ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজের তিন দিন পর তুহিন শেখ (১৪) নামে এক নির্মাণ শ্রমিকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    রবিবার (০৪ মে) সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

    এরআগে শনিবার রাতে উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের চর ভাটপাড়া গ্রামের আজিবর মেম্বারের আখ ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ওইদিন সন্ধ্যার দিকে ছেলের মরদেহ পড়ে থাকতে দেখেন তার বাবা আরব আলী। পরে পুলিশে খবর দেওয়া হয়। তুহিন শেখ ওই একই এলাকার মো. আরব আলী শেখের ছেলে। সে নির্মাণ শ্রমিকের সহযোগী হিসেবে কাজ করতেন।

    পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১ মে) সকালে ভাটপাড়া গ্রামের শহিদ মোল্যার বাড়িতে কাজ করতে বের হয় তুহিন শেখ। সন্ধ্যায় বাড়ি না ফিরলে খোঁজ নিয়ে জানতে পারে ১ মে শ্রমিক দিবস উপলক্ষে কাজ বন্ধ ছিলো। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা। নিখোঁজের পর থেকেই আত্মীয় স্বজনসহ তার পরিবারের সদস্যরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজি অব্যাহত রাখে। গ্রামের একজন জানায় বৃহস্পতিবার দুপুরে মাঠ থেকে ফেরার পথে তুহিনকে গ্রামটির আজিবর মেম্বারের আখ ক্ষেতের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেছে।

    এমন তথ্যের ভিত্তিতে তুহিনের পিতা আরব আলী শেখ শনিবার সন্ধ্যার দিকে ওই আখ ক্ষেতে তাকে খুঁজতে যায়। ক্ষেতের পাশে গেলেই উৎকট গন্ধ পেয়ে ক্ষেতের মধ্যে খোঁজাখুঁজির এক পর্যায়ে আখ ক্ষেতের আইলে একটি ছোট্ট জিকা গাছের নিকট গলায় গামছা দিয়ে ফাঁস দেয়া মরদেহটি দেখতে পায় নিহতের পিতা আরব আলী শেখ। এ সময় তার চিৎকারে এলাকার লোক এসে পুলিশকে খবর দেয়। রাতেই ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ।

    আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ (ওসি) হারুন আর রশিদ বলেন, শনিবার রাত আটটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে অর্ধগলিত অবস্থায় মরদেহটি উদ্ধার করি। প্রাথমিকভাবে শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।

    এআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…