এইমাত্র
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • ১২ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি জাবালে নূর টাওয়ারের আগুন
  • চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
  • আফগানিস্তানকে ৩ উইকেটে হারাল বাংলাদেশ
  • ডেঙ্গুতে একদিনে আক্রান্ত ৫৭২
  • আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    রাজনীতি

    যানজটে গতি কমতেই হাসনাতের গাড়িতে হামলা, মোটরসাইকেলে পালায় সন্ত্রাসীরা

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৪ মে ২০২৫, ১০:২৪ পিএম
    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৪ মে ২০২৫, ১০:২৪ পিএম

    যানজটে গতি কমতেই হাসনাতের গাড়িতে হামলা, মোটরসাইকেলে পালায় সন্ত্রাসীরা

    ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট প্রকাশ: ৪ মে ২০২৫, ১০:২৪ পিএম

    গাজীপুর মহানগরীর চন্দনা চৌরাস্তা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।


    রবিবার (৪ মে) সন্ধ্যায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ব্যস্ততম চাঁদনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় হাসনাত আব্দুল্লার গাড়ির একটি গ্লাস ফুটো হয়ে যায়। এতে হাতে আঘাতপ্রাপ্ত হন।

    এনসিপির মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

    সারজিস আলম ফেসবুক পোস্টে লিখেছেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির কাচ ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।

    পরে বিষয়টি নিশ্চিত করেছেন, গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান।

    তিনি জানান, ঘটনা জানার পর তাৎক্ষণিকভাবে মহানগর পুলিশ হাসনাত আবদুল্লাহ এর অবস্থান শনাক্তের চেষ্টা করে। হামলার পর হাসনাত আব্দুল্লাহকে বহনকারী গাড়িটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে বোর্ডবাজার এলাকায় ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি ( আইইউটি) এর সামনে পৌঁছালে ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হাসনাত আব্দুল্লাহর নিরাপত্তায় এগিয়ে আসে। পরে সেখানে তিনি গাড়ি থেকে নামেন এবং ছাত্রদের সাথে কথা বলেন। এ সময় গাজীপুর মহানগর পুলিশের কর্মকর্তাগণ সেখানে যান। তারা হাসনাত আব্দুল্লাহ জাহার সাথে কথা বলেন। পরে পুলিশ প্রহরায় ঢাকা যাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

    অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান আরো বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, হাসনাত আব্দুল্লাহ টাংগাইলে কোন একটি অনুষ্ঠানে যোগদান শেষে ঢাকায় ফিরছিলেন। পথে তার গাড়িটি গাজীপুর মহানগর চৌরাস্তা এলাকায় পৌঁছালে সম্ভবত যানজটের কারণে গাড়ির গতি কমে যায়। তখন কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে এসে তার গাড়ির উপর হামলা করে দ্রুত পালিয়ে যায়।

    তিনি আরো বলেন, তাৎক্ষণিকভাবে মহানগর পুলিশের একাধিক টিম এ বিষয়টি নিয়ে কাজ করছে। ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ছিল কিনা এবং অন্যান্য গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যমে আশা করা হচ্ছে, দুস্কৃতিকারীদের দ্রুতই আইনের আওতায় আনা সম্ভব হবে।

    এদিকে , হাসনাত আবদুল্লাহ এর উপর হামলার ঘটনাটি জানার পর তাৎক্ষণিকভাবে গাজীপুর মহানগরীতে তোলপাড় শুরু হয়। মহানগর পুলিশ হাসনাত আব্দুল্লার অবস্থান সনাক্ত করে তার নিরাপত্তায় এগিয়ে আসে।

    হাসনাত আব্দুল্লার উপর হামলার প্রতিবাদে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা সহ বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।

    এ ঘঠনায় গাজীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল ও মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবু তাদের ভেরিফায়েড ফেসবুক পেইজে গাজীপুরের মাটি শেখ হাসিনার ঘাটে বলে পোষ্ট পাওয়া যায়।


    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…