টাঙ্গাইলের ভূঞাপুরে যৌথ বাহিনীর অভিযানে তিন মাদক কারবারিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (০৬ মে) বেলা ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মাইজবাড়ি এলাকা থেকে তাদেরকে মাদকসহ আটক করা হয়।
আটককৃতরা হলেন- মাইজবাড়ি গ্রামের মৃত ময়নাল শেখের ছেলে শাহরিয়ার মাহবুব শিথিল (৩২), খলিল শেখের ছেলে মো. শহিদ (৭৫) ও বাহাদীপুর গ্রামের অহেদ আলীর ছেলে লিটন (৩২)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদক ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে তাদের আটক করা হয়। পরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিনজনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
স্থানীয়রা জানান, এরা দীর্ঘদিন ধরেই এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। তাদের গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে।
ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম রেজাউল করিম সময়ের কন্ঠস্বরকে জানান, মাদকবিরোধী এই অভিযান চলমান থাকবে।
এআই/আরআই