এইমাত্র
  • ওসমান হাদির শারীরিক অবস্থার আপডেট জানালো ইনকিলাব মঞ্চ
  • জীবনের নিরাপত্তা চান জাকির খান, থানায় জিডি
  • দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
  • যুগ্ম সচিবকে জিম্মি করে চাঁদা দাবি চালকের!
  • ভারতের হাইকমিশনারকে লাথি দিয়ে বের করে দেয়া উচিত: হাসনাত আব্দুল্লাহ
  • ভূমিকম্পে কেঁপে উঠল সৌদি আরব
  • ভিক্ষাবৃত্তির দায়ে দেশে ফেরত পাঠানো হয়েছে ৫১ হাজারের বেশি পাকিস্তানিকে
  • পে-স্কেল নিয়ে অবশেষে যেসব সিদ্ধান্ত হলো
  • মেক্সিকোর সংসদে নজিরবিহীন হট্টগোল, চুলোচুলিতে জড়ালেন আইনপ্রণেতারা
  • কলকাতার নিউটাউনে ঘুনি বস্তিতে ভয়াবহ আগুন
  • আজ বৃহস্পতিবার, ৩ পৌষ, ১৪৩২ | ১৮ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    শেখ হেলাল ও শেখ তন্ময়সহ পাঁচজনের নামে ২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৭ মে ২০২৫, ১২:৪৭ এএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৭ মে ২০২৫, ১২:৪৭ এএম

    শেখ হেলাল ও শেখ তন্ময়সহ পাঁচজনের নামে ২০০ কোটি টাকার চাঁদাবাজি মামলা

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৭ মে ২০২৫, ১২:৪৭ এএম

    বাগেরহাটের সাবেক দুই সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন ও তার ছেলে শেখ সারহান নাসের তন্ময়সহ পাঁচজনের বিরুদ্ধে ২০০ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সাত বছর আগের এ ঘটনার মামলা করেছেন স্থানীয় নিউ বসুন্ধরা রিয়েল স্টেটের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান তালুকদার।

    সোমবার (৫ মে) রাতে বাগেরহাট সদর মডেল থানায় এ মামলা করেন তিনি। মামলার অন্য আসামিরা হলেন- শেখ হেলালের ব্যক্তিগত সহকারী মো. ফিরোজুল ইসলাম, শেখ তন্ময়ের ব্যক্তিগত সহকারী এইচএম শাহীন ও শেখ শহীদুল ইসলাম। এর মধ্যে শেখ শহীদুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

    মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৮ সালের ১৫ নভেম্বর রাতে শেখ হেলাল, শেখ তন্ময়সহ পাঁচজন সরুই এলাকায় মান্নানের অফিসে গিয়ে ২০০ কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেয়া, মিথ্যা মামলায় ফাঁসানো এবং প্রাণনাশের হুমকি দেয়া হয়। তখন মান্নান তাৎক্ষণিকভাবে ৭ কোটি ৩০ লাখ টাকা দেন। পরে ২০১৯ সালের ৩ জানুয়ারি দ্বিতীয় দফায় আরও ১২ কোটি ৭০ লাখ টাকা পরিশোধ করেন তিনি।

    মোট ২০ কোটি টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠলেও বাদীর দাবি, ভয়ভীতির কারণে এতদিন মামলা করতে পারেননি। বর্তমানে ‘উপযুক্ত পরিবেশ’ তৈরি হওয়ায় মামলা করেছেন তিনি।

    মামলার সাক্ষী হিসেবে নিউ বসুন্ধরা রিয়েল স্টেটের মাঠ কর্মকর্তা, ক্যাশিয়ার ও ক্যাশ সহকারীদের নাম উল্লেখ করা হয়েছে।

    তবে মামলার বাদী আব্দুল মান্নান তালুকদার নিজেই দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি অর্থপাচার মামলার আসামি ছিলেন। ২০১৯ সালে দুদকের দায়ের করা ওই মামলায় তিনি গ্রেপ্তার হয়ে ছয় বছরেরও বেশি সময় কারাভোগ করেন। সম্প্রতি উচ্চ আদালতের জামিনে মুক্তি পান তিনি।

    বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদ-উল-হাসান বলেন, লিখিত অভিযোগ পেয়ে পেনাল কোডের ৩৮৬ ও ৩৮৭ ধারায় মামলাটি রুজু করা হয়েছে। একজন আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

    এনআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…