এইমাত্র
  • লোহাগাড়ায় ইটভাটায় অভিযান-জরিমানা
  • নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি
  • আজও হাত মেলায়নি ভারত-পাকিস্তান
  • মিরসরাইয়ে জুলাই যোদ্ধা তাহমিদ হত্যায় ছাত্রদল কর্মী গ্রেপ্তার
  • নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ
  • এবার হলিউডে নাম লেখালেন রোনালদো!
  • আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটারকে
  • মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা, হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক: চিকিৎসক
  • হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেয়ার পরিকল্পনা হচ্ছে: চিকিৎসক
  • মেসিকে ‘দখলে’ নিতে দুই মন্ত্রীর দ্বন্দ্বে স্টেডিয়ামে বিশৃঙ্খলা
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    আন্তর্জাতিক

    পাকিস্তানে হামলার পর 'চাপে দিল্লি', নিন্দা ও উদ্বেগ আন্তর্জাতিক মহলে

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ মে ২০২৫, ০৩:৩৩ পিএম
    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ মে ২০২৫, ০৩:৩৩ পিএম

    পাকিস্তানে হামলার পর 'চাপে দিল্লি', নিন্দা ও উদ্বেগ আন্তর্জাতিক মহলে

    আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ৭ মে ২০২৫, ০৩:৩৩ পিএম
    ছবি- সংগৃহীত

    কাশ্মীরের পেহেলগামে পর্যটক হত্যার ঘটনার জেরে পাকিস্তানশাসিত কাশ্মীর ও পাঞ্জাব সীমান্তে ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশ্বজুড়ে নেতাদের একের পর এক প্রতিক্রিয়ার মুখে এখন কূটনৈতিক চাপে পড়েছে দিল্লি।

    বুধবার (৭ মে) ভোররাতে চালানো এ হামলায় বিশ্ব নেতারা উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্স, জাপানসহ বিভিন্ন দেশ ভারত ও পাকিস্তানকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে এবং পারমাণবিক উত্তেজনা প্রশমনে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ওপর গুরুত্ব দিয়েছে।

    মার্কিন প্রতিক্রিয়া:

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, 'এটি লজ্জাজনক, আমরা এইমাত্র এটি সম্পর্কে শুনলাম। তিনি আরও বলেন, 'আমার মনে হয় মানুষ বুঝতে পারছিল যে কিছু ঘটতে চলেছে। তারা দীর্ঘকাল ধরে লড়াই করছে।'

    মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, 'আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে।'

    মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও 'এক্স'-এ বলেছেন যে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি আরও বলেন, পারমাণবিক শক্তিধর এশিয়ার এই দুই প্রতিবেশীর মধ্যে শান্তিপূর্ণ সমাধানের জন্য কাজ চালিয়ে যাবে ওয়াশিংটন।

    জাতিসংঘের উদ্বেগ:

    জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র জানান, '(কাশ্মীরের) নিয়ন্ত্রণরেখা ও আন্তর্জাতিক সীমান্তজুড়ে ভারতের সামরিক অভিযান নিয়ে মহাসচিব অত্যন্ত উদ্বিগ্ন। তিনি উভয় দেশকে কোনো ধরনের সামরিক উদ্যোগ নেওয়ার বিষয়ে সর্বোচ্চ ধৈর্য্যের পরিচয় দেওয়ার আহ্বান জানান। বিশ্ব ভারত-পাকিস্তানের সংঘাতের জন্য প্রস্তুত নয়।'

    চীনের প্রতিক্রিয়া:

    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, 'ভারত ও পাকিস্তান প্রতিবেশী দেশ, যাদের কোনোভাবে দূরে সরানো সম্ভব নয়। তারা একইসঙ্গে চীনেরও প্রতিবেশী'। 'সব ধরনের জঙ্গি কার্যক্রমের বিরোধিতা করে চীন'।

    'শান্তি ও স্থিতিশীলতাকে প্রাধান্য দেওয়া, শান্ত ও ধৈর্যশীল থাকা এবং পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে আমরা ভারত ও পাকিস্তান উভয়কে আহ্বান জানাচ্ছি', বলেন মুখপাত্র।

    জাপান, ফ্রান্স ও রাশিয়ার প্রতিক্রিয়া:

    জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি বলেন, কাশ্মীরে ২২ এপ্রিলের জঙ্গি হামলার নিন্দা জানালেও প্রতিশোধমূলক পদক্ষেপ এবং পূর্ণ মাত্রার সংঘাতের আশঙ্কায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আলোচনার মাধ্যমে স্থিতিশীলতা ফেরানোর আহ্বান জানাচ্ছি।

    ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জঁ-নোয়েল বাখো এক টিভি সাক্ষাৎকারে বলেন, ভারত নিজেকে জঙ্গি হামলা থেকে রক্ষায় সচেষ্ট হতে পারে, তবে আমরা উভয় পক্ষকে ধৈর্য্য ধরার আহ্বান জানাই যাতে বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি না হয়।

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ভারত-পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের মাত্রা বৃদ্ধি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন। আমরা আশা করি, শান্তিপূর্ণ ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে উত্তেজনা হ্রাস পাবে।

    ইসরায়েলের অবস্থান

    ভারতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজার বলেন, ইসরায়েল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে। জঙ্গিদের জানা উচিত, নিরপরাধ মানুষের বিরুদ্ধে ঘৃণ্য অপরাধ করে কেউ রেহাই পাবে না।

    এসকে/আরআই

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…