এইমাত্র
  • লোহাগাড়ায় ইটভাটায় অভিযান-জরিমানা
  • নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি
  • আজও হাত মেলায়নি ভারত-পাকিস্তান
  • মিরসরাইয়ে জুলাই যোদ্ধা তাহমিদ হত্যায় ছাত্রদল কর্মী গ্রেপ্তার
  • নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ
  • এবার হলিউডে নাম লেখালেন রোনালদো!
  • আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটারকে
  • মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা, হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক: চিকিৎসক
  • হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেয়ার পরিকল্পনা হচ্ছে: চিকিৎসক
  • মেসিকে ‘দখলে’ নিতে দুই মন্ত্রীর দ্বন্দ্বে স্টেডিয়ামে বিশৃঙ্খলা
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    জাতীয়

    বায়ুদূষণ রোধে আরএফএলের দুরন্ত বাইসাইকেলের ‘বিষবায়ু’ ক্যাম্পেইন শুরু

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৭ মে ২০২৫, ০৪:১৩ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৭ মে ২০২৫, ০৪:১৩ পিএম

    বায়ুদূষণ রোধে আরএফএলের দুরন্ত বাইসাইকেলের ‘বিষবায়ু’ ক্যাম্পেইন শুরু

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৭ মে ২০২৫, ০৪:১৩ পিএম

    পরিবেশবান্ধব যানবাহনের ব্যবহার বাড়িয়ে বায়ুদূষণ রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে আরএফএলের বাইসাইকেল ব্র্যান্ড দুরন্ত।

    বুধবার (৭ মে) রাজধানীর বাড্ডার প্রাণ সেন্টারে ‘বিষবায়ু’ নামের এই মাসব্যাপী ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।

    অনুষ্ঠানে আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল বলেন, বায়ুদূষণের অন্যতম প্রধান কারণ হলো যানবাহনের কালো ধোঁয়া। এ ধোঁয়া শুধু পরিবেশ নয়, মানুষের জীবনকেও হুমকির মুখে ফেলছে। তাই নাগরিকদের সচেতনতা এবং সক্রিয় অংশগ্রহণ ছাড়া এ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।

    তিনি জানান, ‘বিষবায়ু’ ক্যাম্পেইনের আওতায় রাজধানীর বিভিন্ন সড়কে পৃথক সাইকেল লেনের দাবিতে নাগরিক মতামত সংগ্রহ করা হবে এবং তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। পাশাপাশি ঢাকার বিভিন্ন আবাসিক এলাকায় সাইকেল লেন চিহ্নিত করার কাজও শুরু হবে।

    আর এন পাল আরও বলেন, আমরা চাই সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে উঠুক ভবিষ্যৎ প্রজন্মের জন্য। দুরন্ত কেবল বাইসাইকেল বিক্রি করছে না, আমরা চাই মানুষের জীবনযাত্রায় টেকসই পরিবর্তন আনতে।

    আরএফএলের প্রধান বিপণন কর্মকর্তা মোহাম্মদ আল্লামা মুর্শিদ মুনীম জানান, ক্যাম্পেইনের অংশ হিসেবে শিগগিরই ‘দুরন্ত বাংলাদেশ’ নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হবে। এ অ্যাপ ব্যবহারকারীরা সাইকেল চালানোর মাধ্যমে ‘কার্বন ক্রেডিট’ অর্জন করবেন। পরে এ ক্রেডিট ব্যবহার করে দুরন্তের বিভিন্ন পণ্য ও সেবায় ছাড় পাওয়া যাবে।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুরন্ত বাইসাইকেলের হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম ও ব্র্যান্ড ম্যানেজার খন্দকার আরিফ হোসেন।

    এবি

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…