এইমাত্র
  • সদরপুরে প্রার্থীদের নিজ উদ্যোগে নির্বাচনী ব্যানার অপসারণ
  • শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
  • শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা
  • দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ
  • স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার অভিযোগ, স্ত্রী ও প্রেমিক আটক
  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্দে ট্রাম্পের সঙ্গে আলোচনা চান এরদোয়ান
  • ওসমান হাদির ওপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা মনে করছে না বিএনপি
  • ছুটির দিনেও খোলা থাকবে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়
  • ওসমান হাদির ওপর হামলার পর পানছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    চট্টগ্রামে র‍্যাব ক্যাম্পে পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ, পাশে চিরকুট  

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৭ মে ২০২৫, ০৬:১৭ পিএম
    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৭ মে ২০২৫, ০৬:১৭ পিএম

    চট্টগ্রামে র‍্যাব ক্যাম্পে পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ, পাশে চিরকুট  

    সময়ের কণ্ঠস্বর ডেস্ক প্রকাশ: ৭ মে ২০২৫, ০৬:১৭ পিএম

    চট্টগ্রাম নগরের চান্দগাঁও র‍্যাব-৭ ক্যাম্প থেকে পলাশ সাহা (৩৭) নামের এক সিনিয়র সহকারী পুলিশ সুপারের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।


    বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পের তৃতীয় তলায় তার নিজ অফিস কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে একটি চিরকুটও পাওয়া গেছে।

    নিহত পলাশ সাহা ৩৭তম বিসিএসের মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দেন। মৃত্যুর সময় তিনি র‍্যাব-৭ এ সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।

    র‍্যাব-৭ এর মিডিয়া শাখার সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানান, ঘটনার সময় পলাশ সাহা একটি অভিযানের প্রস্তুতি নিচ্ছিলেন। অস্ত্র ইস্যু করে তিনি কক্ষে ঢোকার কিছুক্ষণ পর গুলির শব্দ শোনা যায়। সহকর্মীরা দৌড়ে গিয়ে তাকে কক্ষে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার নিজের পিস্তলটি কক্ষে পড়ে ছিল এবং টেবিলের ওপর পাওয়া যায় একটি সুইসাইড নোট।

    চিরকুটে লেখা ছিল: “আমার মৃত্যুর জন্য মা এবং বউ কেউ দায়ী না। আমিই দায়ী। কাউকে ভালো রাখতে পারলাম না। বউ যেন সব স্বর্ণ নিয়ে যায় এবং ভালো থাকে। মায়ের দায়িত্ব দুই ভাইয়ের ওপর। তারা যেন মাকে ভালো রাখে। স্বর্ণ বাদে যা আছে তা মায়ের জন্য। দিদি যেন কো-অর্ডিনেট করে।”

    চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দীন জানান, তাকে দুপুর ১২টার দিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কানের পাশে একটি গুলির চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

    পুলিশ ও র‌্যাবের একাধিক সূত্র জানিয়েছে, পলাশ সাহার মৃত্যুর পেছনে ব্যক্তিগত হতাশা, পারিবারিক সমস্যা কিংবা চাকরিসংক্রান্ত কোনো চাপ ছিল কি না-তা খতিয়ে দেখা হচ্ছে। চিরকুটে ব্যক্তিগত দায় স্বীকার করলেও বিষয়টির পেছনে অন্য কোনো প্ররোচনা বা গাফিলতি ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হবে।

    চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আমিরুল ইসলাম জানান, অফিস কক্ষে পলাশ সাহার গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থলে একটি চিরকুটও পাওয়া গেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। বিস্তারিত পরে জানানো হবে।

    ২০১৯ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) ৩৭তম ব্যাচের মাধ্যমে পুলিশ ক্যাডারে যোগ দেন পলাশ সাহা। তার বাড়ি গোপালগঞ্জ। তিনি তৃতীয় এপিবিএন খুলনার অধীনে ঝিনাইদহে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০২১ সালের জুলাইয়ে বদলি হয়ে ঢাকায় পুলিশের বিশেষ শাখায় যোগদান করেন। সম্প্রতি তিনি র‌্যাব-৭-এ সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

    এসআর

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    Loading…