এইমাত্র
  • হানিমুন বাদ দিয়ে টিকিট কেটেছিলেন মেসিকে দেখতে, বিশৃঙ্খলায় সব পণ্ড
  • লোহাগাড়ায় ইটভাটায় অভিযান-জরিমানা
  • নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি
  • আজও হাত মেলায়নি ভারত-পাকিস্তান
  • মিরসরাইয়ে জুলাই যোদ্ধা তাহমিদ হত্যায় ছাত্রদল কর্মী গ্রেপ্তার
  • নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করবে পুলিশ
  • এবার হলিউডে নাম লেখালেন রোনালদো!
  • আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটারকে
  • মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতা, হাদির অবস্থা খুবই আশঙ্কাজনক: চিকিৎসক
  • হাদির অবস্থা অপরিবর্তিত, বিদেশে নেয়ার পরিকল্পনা হচ্ছে: চিকিৎসক
  • আজ রবিবার, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | ১৪ ডিসেম্বর, ২০২৫
    দেশজুড়ে

    সিরাজদিখানে যুবদল নেতার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৭ মে ২০২৫, ০৭:০২ পিএম
    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৭ মে ২০২৫, ০৭:০২ পিএম

    সিরাজদিখানে যুবদল নেতার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ

    আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধি প্রকাশ: ৭ মে ২০২৫, ০৭:০২ পিএম

    বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সিরাজদিখান উপজেলা শাখার ১০ নম্বর যুগ্ম আহ্বায়ক মো. আমিন শেখের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (৭ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নিচ তলায় এসব তথ্য জানান উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন।

    তিনি বলেন, উপজেলা যুবদলের পক্ষ থেকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা শাখার কাছে আবেদন জানানো হয়েছে।

    আরো বলেন, গত ৩ মে সামাজিক যোগাযোগ মাধ্যমে মো. আমিন শেখের একটি অনৈতিক ভিডিও ছড়িয়ে পড়ে, যা দ্রুত ভাইরাল হয়। এতে সাধারণ মানুষসহ যুবদলের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে উপজেলা যুবদল জরুরি সভায় বসে এবং ঘটনাটি তদন্তে সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেনকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করে।

    তদন্ত শেষে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মো. আমিন শেখের সংশ্লিষ্টতা পাওয়া যায় বলে জানায় কমিটি। এরপর উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন, সদস্য সচিব মো. শাহাদাত শিকদার এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জেলা যুবদলের কাছে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

    উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসিন সুমন বলেন, “দলীয় শৃঙ্খলার প্রশ্নে আমরা আপসহীন। কেউ যদি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করে, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

    এইচএ

    সম্পর্কিত:

    সম্পর্কিত তথ্য খুঁজে পাওয়া যায়নি

    সর্বশেষ প্রকাশিত

    Loading…